আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং শত্রুতাও করেননি। আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়। আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন, ফলে আপনি সন্তুষ্ট হবেন। তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি? এরপর তিনি অশ্রয় দিয়েছেন; আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত, এরপর তিনি পথের নির্দেশ দিলেন।
-(সূরা আদ-দুহা, আয়াত : ৩-৭)
NURUN NABI
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟