Omor Faruk поделился Заметка  
1 y

1 y

হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রা: থেকে বর্ণিত- রাসূলুল্লাহ সা: ইরশাদ করেছেন, ‘ইসলামের মৌলিক ভিত্তি পাঁচটি জিনিসের উপর- ১. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হজরত মুহাম্মদ সা: আল্লাহর বান্দা ও রাসূল- এই সাক্ষ্য দেয়া; ২. নামাজ কায়েম করা; ৩. জাকাত প্রদান করা; ৪. হজ করা ও ৫. রমজানের রোজা রাখা।’ (বুখারি-৮, মুসলিম-১৬)