পৃথিবীর সহমরণ
-------------------------
যখন মন পেয়ালায় শুরায় ডোবে;
ঠোঁটের কোণে এক চিলতে হাসি,
কোমল সুখের পরশ বুলিয়ে দেয়!
এক পৃথিবীর আলো বাতাস,
এক পৃথিবীর ভালোবাসা;
বদ্ধ কামরার নিয়ন আলোতে-
স্মৃতি হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করে!
কোথায় যাবি!
অন্তরের কোণ ভেদ করতে পারবিতো?
হৃদয়ের সীমানা কি ভেদ করা যায়?
তাইতো অবলীলায় সয়ে যায়;
কিংবা নিরন্তর ক্ষয়ে যায়!
শুধু ভেদ করা যায় না বলেই বিচ্ছেদ হয়না!
অবান্তর কথক পলাশী লালে;
যখন আগমনী বার্তা দখিনা বাতাসে!
কারও হৃদে স্পৃহা জাগে;
নিস্তব্ধ উদাসী চোখে বাতাসের রঙ দেখা!
পৃথিবী সহমরণে ব্যাস্ত;
ঝাঁপসা চোখে বাঁচার তাগিদে সৃষ্টি!
একদিন সভ্যতা বিরানভূমিতে পরিণত হবে;
ধূসর মেঘের আড়ালে চলে যাবে সব;
উচ্চতা সমুদ্রের তলা ছুঁয়ে যাবে,
সমুদ্র উদ্দেলিত হবে;
প্রলয়ের সুরে সুরে সকল সৃষ্টির উল্লাস ঘটবে;
শুধু মানুষ বাঁচার জন্য ছুটবে!
ডুবে দেখো একবার! শুধু একবার!
এ যেন শুরা নয়!
আমার অস্তিত্বের স্বরূপে জেগে ওঠা!
Md Golam Mostafa
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
HMdRomjanAli6768
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Sourav Dey
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?
Md Esmail Mia
Verwijder reactie
Weet je zeker dat je deze reactie wil verwijderen?