🟢 জুমু'আ দিনের বিশেষ আমল:
🔹 রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ
আমার ওপর জুমুআ’র দিন বেশি বেশি দুরুদ পাঠ করো।
কারণ আমার উম্মতের দরুদ জুমুআ’র দিন আমার কাছে পৌঁছানো হয়। যে ব্যক্তি আমার ওপর সবচেয়ে বেশি দুরুদ পাঠাবে সে কেয়ামতের দিন সবচেয়ে আমার নিকটতম হবে। [সহিহ আত-তারগিবঃ ১৬৭৩]
🔹"যে ব্যাক্তি জুমার দিন সূরা আল কাহাফ তিলাওয়াত করবে,তার ঈমানের নূর এ জুমাহ হতে আগামী জুমাহ্ পর্যন্ত চমকাতে থাকবে"। [ বই:মিশকাতুল মাসাবিহ;হাদীস নং:২১৭৫;সনদ:সহীহ ]
🔹 জাবির ইবনু 'আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিতঃ: রসূলুল্লাহ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ জুমু'আহর দিনের বার ঘন্টার মধ্যে এমন একটি মুহুর্ত রয়েছে যদি কোন মুসলিম এ সময়ে আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে দান করেন। এ মুহুর্তটি তোমরা ‘আসরের শেষ সময়ে অনুসন্ধান করো।
[ সুনানে আবু দাউদ, হাদিস নং ১০৪৮ হাদিসের মান: সহিহ ]
জুমু'আর দিনের বিশেষ দুআয় ফিলিস্তিনসহ সারাবিশ্বের নির্যাতিত মুসলিম উম্মাহর জন্য দুআ করতে যেন না ভুলি।
Md Ratul
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?