আজকে সফলতার জন্য ঘাম না ঝরালে, কাল ব্যর্থতার জন্য চোখের পানি ঝরাতে হবে। ভাগ্য কপালে লেখা থাকে না, ভাগ্য লেখা থাকে কপালের প্রতি ফোঁটা ঘামে। আজকে পরিশ্রম করে ঘামে শার্ট না ভেজালে, একদিন ব্যর্থতার জ্বালা নিয়ে চোখের জলে অন্ধকারে বালিশ ভেজাতে হবে। আজকে মাস্তি করে যে সময়টা পার করছেন, কাল এই মাস্তির সময়টাই আপনার জীবনে দুঃসময় হয়ে ফিরে আসবে। দাঁতে দাঁত চেপে জেদ নিয়ে একবার দুনিয়ার সব ভুলে শুরুটা করেই দিন। থামবেন না ক্লান্ত হলে, থামবেন না হতাশ হলে, থামবেন সেদিনই যেদিন সফল হবেন। কথা একটাই- হয় ঘাম ঝরাবেন, নয়তো চোখের পানি। কোনটা ঝরাবেন সিদ্ধান্ত আপনার।
কেন আপনি Livegood এ জয়েন করবেন?
১) আপনি কি অনলাইনের মাধ্যমে কাজ করে ১০০% গ্যারান্টি নিয়ে ইনকাম করতে চাচ্ছেন?
২) আপনি কি ২০০ টিরও বেশি দেশে ঘরে বসে কাজ করতে পারার সুযোগ ও ব্যাংক এর মাধ্যমে ইনকাম নিতে চাচ্ছেন? ১০০% গ্যারান্টি পাবেন।
৩) আপনি কি লং লাস্টিং ১০০ বছরের বেশি স্থায়িত্বের কোম্পানিতে কাজ করবেন বলে চিন্তা করছেন?
৪) আমরা সবাই আস্হা ও ১০০% বিশ্বাসের সাথে সারা পৃথিবীতে কাজ করে ইনকাম করিতেছি যেটা আপনি চাইলেই করতে পারেন এবং আমরা যেভাবে কাজ করছি আপনিও সেভাবে কাজ করলে আমরা আপনার ১০০% ইনকামের নিশ্চয়তা দিতেছি।
নেগেটিভ, অতিলোভী এবং কুড়ে ব্যক্তিরা ১০০ হাত দুরে থাকবেন এবং তাদের দ্বারা কিছুই হবে না সেটারও ১০০% গ্যারান্টি দিচ্ছি।
জয়েন করতে চাইলে কমেন্ট করুন:🏅⤵️
ইনবক্সে যোগাযোগ করুন ✅
***.📣 Livegood হলো একটি আস্থার নাম,
একটি বিশ্বাস এর নাম,
শারীরিক সুস্থতা,
সময়ের স্বাধীনতা,
অর্থনৈতিক স্বাধীনতার প্ল্যাটফর্ম।
যে বুঝবে - সে খুঁজবে।
যে খুঁজবে - সে পাবে।
এ বিষয়ে সকল ধরনের সহযোগিতা
পাবেন আমাদের Team 1M institute এবং গুগলে, ফেসবুকে, youtube এ।
শুধু Livegood লিখে একবার সার্চ করে দেখেন।।
আপনার কল্পনার চেয়ে বেশি কিছু পাবেন চ্যালেন্স... দিলাম আপনাদের।
সেলসম্যান বনাম নেটওয়ার্কার ঃ
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
একজন সেলসম্যান এবং একজন নেটওয়ার্কারের মাঝে কি পার্থক্য চলুন বন্ধুরা আমরা দেখি !
(১) একজন নেটওয়ার্কার বিশাল বিপণন নেটওয়ার্ক তৈরি করেন -
আর একজন সেলসম্যান,
নেটওয়ার্কে চাকরি খুঁজেন!
(২) একজন সেলসম্যান শুধুই সেলসম্যান -
একজন নেটওয়ার্কার, একজন উদ্যোক্তা!
(৩) একজন সেলসম্যানের কাজ পণ্য সেল করা, কিন্তু-
একজন নেটওয়ার্কারের কর্মসংস্থান তৈরি করা!
(৪) একজন সেলসম্যান বেতনভুক্ত কর্মচারী-
আর একজন নেটওয়ার্কার, একজন ইনকাম দাতা!
(৫) সেলসম্যান মালিকের অধীনস্থ-
নেটওয়ার্কার নিজেই নিজের ব্যবসার মালিক!
(৬) একজন সেলসম্যানের স্বপ্ন/ভবিষ্যৎ-
স'বিতার BOSS এর উপর নির্ভর করে,
আর নেটওয়ার্কার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়/জীবন গড়তে শিখায়!
(৭) একজন সেলসম্যান আর ইনকাম সীমাবদ্ধ-
কিন্তু একজন নেটওয়ার্কারের ইনকাম আনলিমিটেড, এবং তা প্রতিনিয়ত বাড়তে থাকে!
(৮) --
কিন্তু একজন নেটওয়ার্কার, খুব দ্রুত অবসর গ্রহণ করতে পারেন!
সুতরাং....
নিজেকে নেটওয়ার্কার হিসেব গড়ে তুলুন-
অপরকে সহযোগিতা করার জন্য সুযোগ তৈরি করেন, নিজের স্বপ্নকে বাস্তবায়িত করে তুলুন!
Digital marketing and creator
Rajkumar Ghosh
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?
Mdkamal Kamal
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?