বুদ্ধিমানরা আল্লাহ তায়ালার কাছে কী চায়?
চাওয়ার তো কত কিছুই না আছে। ধন- সম্পদ, যশ- খ্যাতি, প্রভাব- প্রতিপত্তি। কত কিছুই তো চাওয়ার আছে। কিন্তু আল্লাহ তাআলা বুদ্ধিমানদের পরিচয় দিচ্ছেন অন্যভাবে। বুদ্ধিমানদের চাহিদার একটি তালিকাও আল্লাহ তাআলা দিয়েছেন সূরা আলে ইমরানের ১৯১ থেকে ১৯৪ নম্বর আয়াতে।
বুদ্ধিমানরা আল্লাহ তায়ালার কাছে যা চায় -
▪️ হে আমার রব !
আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাচাঁন।
▪️ হে আমাদের রব !
আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন।
▪️ হে আমাদের রব !
নেককার বান্দাদের সাথে আমাদের মৃত্যু দিন।
▪️ হে আমাদের রব !
কেয়ামতের দিন আমাদেরকে লজ্জিত করবেন না।
সত্যিই তো, এগুলিই তো বুদ্ধিমানের চাওয়া।
আমরা কি বুদ্ধিমান হতে পেরেছি !?a b m Anisuzzaman
Su Mon
Kommentar löschen
Diesen Kommentar wirklich löschen ?