বাবা,সে তো এক আবেগের কাহিনী।
বাবা,সে তো হাজার কষ্টের মাঝেও হাসার ওপর নাম।
বাবা, ছেড়া জামা পরেও সন্তানদের নতুন কাপড় এনে দেওয়া একজন।
বাবা,সে তো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার।
আল্লাহর কাছে হাজারো শোকরিয়া এমন একজন বাবা দান করার জন্য।।
যদি কখনো আবার জন্ম হয়,তাইলে তুমাকেই আবারও বাবা হিসেবে পেতে চাই আব্বু।
আমার আব্বু পৃথিবীর শ্রেষ্ঠ পিতা । আল্লাহ ,তুমি আমার বাবাকে নেক হায়াত দান করো ।আমীন🤗🤗💓