আপনার বউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে চুলায় পানি বসান,,গরম করতে থাকুন,,ফুটতে থাকুক পানি।
যখন দেখবেন, বউ ঘুমিয়ে পড়েছে।। আর দেরি করবেন না।।
সঙ্গে সঙ্গে উঠে গিয়ে পানি টা এনে সরাসরি ঢেলে দিন একটা কাপে।
ছেড়ে দিন একটা টি-ব্যাগ। আদা-লেবু দিয়ে এক কাপ চা বানিয়ে খান।
চা স্ট্রেস কমায়,কান্নাও কমায়।
সব সময় নেগেটিভ চিন্তা করেন কেন?
আপনারা কি ভাবছিলেন,, গরম পানি সরাসরি বউ এর গায়ের ওপর ঢালার কথা বলবো?
আরে না!!
এতটা নিষ্ঠুর আমি না!! 🤣🤭