প্রবাদ আছে
বাঙালি মাগনা পেলে আলকাতরাও খায় 🤣
আপনাদের শুধু সাবধান করলাম আর কিছুই না
এর আগেও এরকম অনেক প্রতারণা হয়েছে
এখনো সময় আছে সাবধান হন
একটা লাইক দিলে ১০ পয়েন্ট করে দেয়
ডেইলি আপনি হাজার হাজার লাইক দিলেও আপনাকে ৫০০ পয়েন্ট এর বেশি দিবে না কারণ প্রতিদিনের লিমিট ৫০০ পয়েন্ট
আর ৫০০ পয়েন্ট এর জন্য ৫০ টা লাইক দিলেই হবে
কিন্তু আবাল বাঙালি বোঝেনা সারাদিন লাইনে থাকে লাইক দেয় কমেন্ট করে পোস্ট করে 🤣
এবার আসি ডলারের বিষয়ে
১০০ সেন্টে ১ ডলার হয়
কিন্তু এরা আমাদের দিয়ে ১০ হাজার কয়েন কামাই করে নিচ্ছে আর আমাদের দিচ্ছে এক ডলার
অর্থাৎ তারা ১০০ ডলার কামাই করিয়ে নিচ্ছে আমাদের দিয়ে কিন্তু আমাদের দিচ্ছে মাত্র এক ডলার🤣🤣🤣
পাঁচ ডলার না হলে টাকা উঠানো যায় না
আর পাঁচ ডলার হতে সময় লাগে ১০০ দিন 🥲
এখন বোঝেন আপনি ১০০ দিন সময় দিয়ে মাত্র 500 টাকা কামাই করছেন তাও সিওর না দিবে নাকি এটার কোন গ্যারান্টি নাই
সামনে কত বড় বাঁশ আছে এটাও জানি না আমরা 🥲
কি আর বলবো কিছুই বলার নাই এখন সবই আপনাদের উপর আপনারা কি করবেন