আমলে কুরআনী(Amole Qurani)

Comments · 27 Views

কুরআনের আমল

 আমলে কুরআনী

 

 

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

বিছমিল্লাহির রাহমানির রাহিম।

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়,অতি দয়ালু।

 

কোরআনের আলোকে জীবনের শ্রেষ্ঠ তদ্বির।

 

 

 

 

 

 

তথ্য সংগ্রহীতঃ

হযরত মাওলানা আশরাফ আলী থানভী(রঃ)এর লিখিত বই আমলে কোরআনী থেকে।

 

 

সূচিপত্র

পার্থিব কল্যাণ সংক্রান্ত আমল

পৃষ্ঠা১.চোর বা পলাতক ব্যক্তির সন্ধানলাভের তদ্বির.......................১

২.বাগ-বাগিচার হেফাজত......................................................১

৩.অত্যাচারীর দৃষ্টি এড়াইবার উপায়.......................................২

৪.ধন-সম্পদ, শস্যক্ষেত্র ও গবাদি পশুতে বরকত.....................৩

৫.ফল সুস্বাদু হওয়ার জন্য....................................................৪

৬.শস্যক্ষেত্রের হেফাজত ও উন্নত ফলন.................................৫

৭.অধিক ফলন ও পশুর হেফাজত........................................৫

৮.গৃহ, বাগান, দোকান ও ব্যবসায় উন্নতি.................................৬

৯.ফলহীন বৃক্ষে ফল ধরার তদ্বির..........................................৮

১০.কীট-পতঙ্গ ও ইদুরের আক্রমণ হইতে শস্যক্ষেত্রের হেফাজত.৯

১১. অসুস্থ ব্যক্তির সুনিদ্রা আসিবার .....................................১০

১২.উইপোকা দমন..............................................................১১

১৩.শস্যের বরকত ও হেফাজত............................................১১

১৪.গো-দুধ ও কূপের পানি বৃদ্ধির আমল...............................১১

১৫.ফসল নষ্ট ও সভা ভঙ্গের তদ্বির.......................................১১

১৬.ব্যবসায় উন্নতি..............................................................১২

১৭.নেক সন্তান লাভের সহজ আমল....................................১২

১৮.জেহেন ও মেধাশক্তি বৃদ্ধির আমল..................................১২

১৯.দুর্ভাবনা-শঙ্কা দমন ও আশা পূরণের আমল......................১৩

২০.প্রাণনাশের আশঙ্কা হইলে...............................................১৩

২১.সব ধরনের কষ্ট হইতে নিরাপদ থাকার আমল.................১৪

২২.হয়রানী-পেরেশানী হইতে মুক্তির মহোপকারী আমল ........১৪

২৩.মনোবাসনা পূর্ণ হওয়া...................................................১৪

২৪.ভয় নিবারণ ও নিরাপত্তা লাভ .......................................১৫

 

২৫.সম্পদ ও সন্তানাদির নিরাপত্তা .......................................১৫

২৬.হারানোপ্রাপ্তি ও গর্ভ রক্ষার আমল .................................১৫

২৭.রাতের নিরাপত্তার মহোপকারী আমল.............................১৫

২৮.শয়তানের অনিষ্ট, জাদুর প্রভাব,জালেম বিচারক.................

 

এবং চোর,ডাকাত ও হিংস্র প্রানীর অনিষ্ট হইতে নিরাপদ.........১৬

 

২৯.জীবন ও সম্পদের হেফাজত ........................................১৬

৩০.সকল কাজে বরকত এবং বিপদাপদ হইতে হেফাজতের তদ্বির.

৩১.চোর, শক্র ও জ্বিনের আক্রমণ হইতে হেফাজত................১৮

৩২.হারানো বস্তুর সন্ধান লাভ...............................................১৮

৩৩.সুখ-শান্তিতে থাকার আমল............................................১৯

৩৪.দোকানে অত্যাধিক বিক্রয় হওয়া....................................১৯

৩৫.অকৰ্মণ্য ব্যক্তি কর্মতৎপর হওয়া ও বিবাহের প্রস্তাব মঞ্জুর.২০

৩৬.বাগান,গৃহ,দোকান ও ব্যবসায় উন্নতি ..............................২০

৩৭.ইচ্ছামত কিছু ক্ৰয় করিতে সক্ষম হওয়া..........................২১

৩৮.বোঝা হালকা ও কঠিন কাজ সহজ হওয়া.......................২২

৩৯.ভয়াবহ মুসীবত হইতে মুক্তির আমল...............................২৩

৪০.হাজত পূরণের কয়েকটি সংক্ষিপ্ত আমল ........................২৩

৪১.জেহেন ও মেধাশক্তি বৃদ্ধির আমল..................................২৩

৪২.ঋন পরিশোধ হওয়ার আমল.........................................২৪

৪৩.ব্যথা উপশম ও সুনিদ্রা আনায়ন....................................২৫

৪৪.আয়াতুল কুরসীর আমল..............................................২৫

৪৫.রিজিক বৃদ্ধি ও বিত্তবান হওয়ার আমল..........................২৫

৪৬.বিনাশ্রমে রিজিক প্রাপ্তি ও কয়েদী মুক্তির আমল..............২৬

৪৭.অধিক রিজিক ও উদ্দেশ্য সিদ্ধির আমল........................২৬

৪৮.সত্যবাদীতা অর্জন ও ক্ষুধায় কাতর না হওয়ার আমল......২৭

৪৯.প্রচুর সম্পদের মালিক হওয়ার আমল............................২৭

৫০.ব্যথা উপশমের তদ্বির...................................................২৭

 

পৃষ্ঠা-১

১.চোর বা পলাতক ব্যক্তির সন্ধানলাভের তদ্বির

কোন ঘর হইতে যদি কিছু চুরি হয় বা ঘর হইতে কেহ পালাইয়া যায়, তবেনিম্নোক্ত আয়াতটি পুরাতন পাক কাপড় গোলাকার করিয়া উহার এক দিকে চোরবা পলাতক ব্যক্তির নামসহ লিখিবে। অতঃপর যেই ঘর হইতে চুরি হইয়াছে বাযেই ঘর হইতে লোক পলায়ন করিয়াছে, সেই ঘরের দেয়ালে পেরেক দ্বারা উহাআটকাইয়া দিবে। আল্লাহর রহমতে চোর মালামালসহ বা পলাতক ব্যক্তি ফিরিয়াআসিবে। আয়াতটি এই_সূরা আল-বাকারা আয়াত-১৪৮

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا ۚ إِنَّ اللَّهَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণঃওয়া লিকুল্লিওঁ বিজহাতুন হুওয়া মুওয়াললীহা-ফাছতাবিকূল খাইরা-তি আইনা মা-তাকূনূ ইয়া’তি বিকুমুল্লা-হু জামী‘আন ইন্নাল্লা-হা ‘আলা-কুল্লি শাইয়িন কাদীর।

 

 

২.বাগবাগিচার হেফাজত

বাগানের হেফাজতের জন্য নিম্নের আয়াতের তদ্বিরটি অত্যন্ত কার্যকর বলিয়া প্রমাণিত।

 

 

পৃষ্ঠা-২

নিয়ম এই–গোসল করিয়া বৃহস্পতিবার রোজা রাখিবে।শুক্রবার দিন উদ্দিষ্ট বাগানের চার কোনায় দুই দুই রাকাত করিয়া মোট আটরাকাত নফল নামাজ পড়িবে। প্রথম রাকাতে ‘আলহামদু’ সূরার পর ‘ওয়াত্তীন'এবং দ্বিতীয় রাকাতে আলহামদু’ সূরার পর ‘আলাম তারা’ ও লিস্টলাফি' পাঠকরিবে।অতঃপর ওই একই নিয়মে দুই রাকাত ওই বাগান বা গ্রামের মধ্যখানেপড়িবে। নামাজ শেষে জয়তুন বৃক্ষের ডাল দ্বারা একটি কলম বানাইয়া জাফরানদ্বারা নিম্নলিখিত আয়াতগুলি ওই বাগানের কোন বৃক্ষের একটি সবুজ পাতারউপর লিখিবে । অতঃপর আগর কাঠের ধুয়া দিয়া ওই বাগানে যেখান দিয়া পানি ।আসে সেখানে আয়াত লিখিত পাতাটি পুতিয়া রাখিবে।এমনিভাবে ওই একই নিয়মে আরেকটি পাতায় আয়াতগুলি লিখিয়া ওই ।বাগানের পুতিয়া রাখিবে।শেষ সীমানায় অতঃপর তৃতীয় আরেকটি ।পাতায়লিখিয়া উহা বাগানের কোন বৃক্ষের উচু ডালে বাধিয়া রাখিবে। এই তদ্বিরটি ।যথাযথভাবে করিতে পারিলে আল্লাহর রহমতে বাগানের কোনরূপ ক্ষতি হইবেনা এবং সব ধরণের অনিষ্ট হইতে নিরাপদ থাকিবে।

 

৩.অত্যাচারীর দৃষ্টি এড়াইবার উপায়

لَا تُدْرِكُهُ الْأَبْصَارُ وَهُوَ يُدْرِكُ الْأَبْصَارَ ۖ وَهُوَ اللَّطِيفُ الْخَبِيرُ

 

 

পৃষ্ঠা-৩

উচ্চারণঃলা-তুদরিকুহুল আবসা-রু ওয়া হুওয়া ইউদরিকুল আবসা-রা ওয়া হুওয়াল্লাতীফুল খাবীর।সূরা আল-আনাম আয়াত ১০৩।

 

উপরোক্ত আয়াতটি বেশী বেশী পাঠ করিলে শত্রুর দৃষ্টি এড়ানো সম্ভবহইবে। শক্র আর তাহাকে দেখিতে পাইবে না। তাছাড়া দমকা হাওয়া বহিতেথাকিলে যদি এই আয়াত পাঠ করা হয়, তবে আল্লাহর ইচ্ছায় হাওয়ার তেজ কমিয়া আসিবে।

 

৪.ধন-সম্পদ, শস্যক্ষেত্র ও গবাদি পশুতে বরকত

 

সূরা ইবরাহীম আয়াত-৩২,৩৩,৩৪

اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنْزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَكُمْ ۖ وَسَخَّرَ لَكُمُ الْفُلْكَ لِتَجْرِيَ فِي الْبَحْرِ بِأَمْرِهِ ۖ وَسَخَّرَ لَكُمُ الْأَنْهَارَ

উচ্চারণঃআল্লা-হুল্লাযী খালাকাছছামা-ওয়া-তি ওয়াল আরদা ওয়া আনঝালা মিনাছছামাই মাআন ফাআখরাজা বিহী মিনাছছামারা-তি রিঝকাল লাকুম ওয়াছাখখারা লাকুমুল ফুলকা লিতাজরিয়া ফিল বাহরি বিআমরিহী ওয়া ছাখখারা লাকুমুল আনহা-র।

وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ

 

 

পৃষ্ঠা-৪

উচ্চারণঃওয়া ছাখখারা লকুমুশশামছা ওয়াল কামারা দাইবাইনি ওয়া ছাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহা-র।

وَآتَاكُمْ مِنْ كُلِّ مَا سَأَلْتُمُوهُ ۚ وَإِنْ تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ الْإِنْسَانَ لَظَلُومٌ كَفَّارٌ

উচ্চারণঃওয়া আ-তা-কুম মিন কুল্লি মা-ছাআলতুমূহু ওয়া ইন তা‘উদ্দূনি‘মাতাল্লা-হি লা-তুহসূহা- ইন্নাল ইনছা-না লাজালূমুন কাফ ফা-র।

যেই ব্যক্তি উপরোক্ত আয়াত সকাল-সন্ধ্যা ও শয়নকালে পাঠ করিবে এবংকোথাও যাওয়ার সময় ইহা পাঠ করিয়া রওনা হইবে, সেই ব্যক্তি জল-স্থলেরসৰ্ববিধ বালামুসীবত ও সকল প্রকার অনিষ্ট হইতে নিরাপদ থাকিবে। তাহারধনশস্যক্ষেত্র ওসম্পদ, গবাদিপশুতে আল্লাহ পাক বরকত দান করিবেন।

 

 

৫.ফল সুস্বাদু হওয়ার জন্য

فَذَبَحُوهَا وَمَا كَادُوا يَفْعَلُونَ

উচ্চারণঃফাযাবাহুহা-ওয়ামা-কা-দূইয়াফ‘আলূন।উপরোক্ত পবিত্র কালামটি পড়িয়া যেই ফল কাটিবে, আল্লাহর রহমতে সেইফলই সুমিষ্ট ও সুস্বাদু হইবে।

 

 

পৃষ্ঠা-৫

৬.শস্যক্ষেত্রের হেফাজত ও উন্নত ফলন

সূরা আল-আনাম আয়াত ৯৫

إِنَّ اللَّهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوَىٰ ۖ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَيِّ ۚ ذَٰلِكُمُ اللَّهُ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ

উচ্চারণঃইন্নাল্লা-হা ফা-লিকুল হাব্বি ওয়ান্নাওয়া- ইয়ুখরিজুল হাইইয়া মিনাল মাইয়িতি ওয়া মুখরিজুল মাইয়িতি মিনাল হাইয়ি যা-লিকুমুল্লা-হু ফাআন্না-তু’ফাকূন।

শস্যক্ষেত্রের হেফাজত, উন্নত ফলন ও গাছের ফল মিষ্টি ও সুস্বাদু হওয়ারজন্য উপরোক্ত আয়াতের তদ্বিরটি অত্যন্ত কার্যকর বলিয়া প্রমাণিত । নিয়ম এইকোন পাকপাত্রে জাফরান ও কপূর দ্বারা উপরোক্ত আয়াত লিখিবে। অতঃপর ওইপানি দ্বারা শস্যের বীজ ধৌত করতঃ বপন করিবে বা ফলবৃক্ষের গোড়ায় ঢালিয়াদিবে। ইনশাআল্লাহ শস্যক্ষেত্র ও বৃক্ষ সব ধরণের বিপদাপদ হইতে নিরাপদথাকিবে, উন্নত ফলন হইবে এবং বৃক্ষে সুমিষ্ট ও সুস্বাদু ফল ধরিবে।

 

৭.অধিক ফলন ও পশুর হেফাজত

নিম্নক্ত আয়াতসমূহ জয়তুনের কাঠের উপর লিখিয়া বাগানের প্রবেশপথেলাগাইয়ারাখিলে সেই বাগানে প্রচুর ফলন হইবে। তাছাড়া চামড়ায় লিখিয়া

 

 

পৃষ্ঠা-৬

পশুর গলায় ঝুলাইয়া দিলে যাবতীয় বিপদাপদ হইতে নিরাপদ থাকিবে।সূরা আল-আনাম আয়াত ১৪১

وَهُوَ الَّذِي أَنْشَأَ جَنَّاتٍ مَعْرُوشَاتٍ وَغَيْرَ مَعْرُوشَاتٍ وَالنَّخْلَ وَالزَّرْعَ مُخْتَلِفًا أُكُلُهُ وَالزَّيْتُونَ وَالرُّمَّانَ مُتَشَابِهًا وَغَيْرَ مُتَشَابِهٍ ۚ كُلُوا مِنْ ثَمَرِهِ إِذَا أَثْمَرَ وَآتُوا حَقَّهُ يَوْمَ حَصَادِهِ ۖ وَلَا تُسْرِفُوا ۚ إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

উচ্চারণঃওয়া হুওয়াল্লাযী আনশাআ জান্না-তিম মা‘রূশা-তিওঁ ওয়া গাইরা মা‘রূশা-তিওঁ ওয়ান নাখলা ওয়াঝঝার‘আ মুখতালিফান উকুলুহূওয়াঝঝাইতূনা ওয়াররুম্মা-না মুতাশা-বিহাওঁ ওয়া গাইরা মুতাশা-বিহিন কুলূমিন ছামারিহী ইযাআছমারা ওয়া আ-তূহাক্কাহূইয়াওমা হাসা-দিহী ওয়ালা-তুছরিফূ ইন্নাহূলা-ইউহিব্বুল মুছরিফীন।

 

৮.গৃহ, বাগান, দোকান ও ব্যবসায় উন্নতি

সূরা আর-রাদ আয়াত-১,২,৩,৪

المر ۚ تِلْكَ آيَاتُ الْكِتَابِ ۗ وَالَّذِي أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْحَقُّ وَلَٰكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يُؤْمِنُونَ

উচ্চারণঃআলিফ লাম মী-ম রা- তিলকা আ-য়া-তুল কিতা-বি ওয়াল্লাযীউনঝিলা ইলাইকা মির রাব্বিকাল হাক্কুওয়ালা-কিন্না আকছারান্না-ছি লা-ইউ’মিনূন। আলিফ-লাম-মীম-রা;

 

 

পৃষ্ঠা-৭

اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ۖ ثُمَّ اسْتَوَىٰ عَلَى الْعَرْشِ ۖ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُسَمًّى ۚ يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الْآيَاتِ لَعَلَّكُمْ بِلِقَاءِ رَبِّكُمْ تُوقِنُونَ

উচ্চারণঃআল্লা-হুল্লাযীরাফা‘আছছামা-ওয়া-তি বিগাইরি ‘আমাদিন তারাওনাহা- ছু ম্মাছ তাওয়া ‘আলাল ‘আরশি ওয়া ছাখখারাশশামছা ওয়াল কামারা কুল্লুইঁ ইয়াজরী লিআজালিম মুছাম্মা- ইউদাব্বিরুল আমরা ইউফাসসিলুল আ-য়া-তি লা‘আল্লাকুম বিলিকাই রাব্বিকুম তূকিনূন।

وَهُوَ الَّذِي مَدَّ الْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا ۖ وَمِنْ كُلِّ الثَّمَرَاتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ ۖ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ

উচ্চারণঃওয়া হুওয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জা‘আলা ফীহা-রাওয়া-ছিয়া ওয়াআনহা-রাওঁ ওয়া মিন কুল্লিছছামারা-তি জা‘আলা ফীহা- ঝাওজাইনিছনাইনি ইউগশিল লাইলান্নাহা-র ইন্না ফী যা-লিকা লা আ-য়া-তিল লিকাওমিইঁ ইয়াতাফাক্কারূন।

 

وَفِي الْأَرْضِ قِطَعٌ مُتَجَاوِرَاتٌ وَجَنَّاتٌ مِنْ أَعْنَابٍ وَزَرْعٌ وَنَخِيلٌ صِنْوَانٌ وَغَيْرُ صِنْوَانٍ يُسْقَىٰ بِمَاءٍ وَاحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَىٰ بَعْضٍ فِي الْأُكُلِ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ

 

 

পৃষ্ঠা-৮

উচ্চারণঃ

ওয়া ফিল আরদিকিতা‘উম মুতাজা-বিরা-তুওঁ ওয়া জান্না-তুম মিন আ‘না-বিওঁ ওয়া ঝার‘উওঁ ওয়া নাখীলুন সিনওয়া-নুওঁ ওয়া গাইরু সিনওয়া-নিইঁ ইউছকা- বিমাইওঁ ওয়াহিদিওঁ ওয়া নুফাদদিলুবা‘দাহা- ‘আলা-বা‘দিন ফিল উকুলি ইন্না ফী যালিকা লাআ-য়া-তিল লিকাওমিইঁ ইয়া‘কিলূন।

 

 

উপরোক্ত আয়াতসমূহ গৃহ, বাগান, দোকান ও ব্যবসা ক্ষেত্রের চারি কোনায়পুতিয়া রাখিলে আল্লাহর ইচ্ছায় এইসবে অনেক উন্নতি ও বরকত হইবে।

 

৯.ফলহীন বৃক্ষে ফল ধরার তদ্বির

বনু হাশেমের এক ব্যক্তি বৰ্ণনা করিয়াছে যে, একবার আমি সম্পূর্ণ সূরাফাতেহা লিখিলাম। ‘মালিকি ইয়াওমিদ্দীন' আয়াতটি সাতবার লিখিলাম। অতঃপরউহা ধৌত করিয়া এমন একটি বৃক্ষে ছিটাইয়া বিগত বৎসরদিলাম যাহা কয়েক ।যাবত একেবারে লতাপাতাশুন্য হইয়া গিয়াছিল। কিন্তু আল্লাহর কি শান! সূরাফাতেহার আমলের বরকতে অল্প দিনেই উহা পত্রপল্লবে-সুশোভিত হইয়া প্রচুরফল ধারণ করিল।

 

 

পৃষ্ঠা-৯

১০.কীট-পতঙ্গ ও ইদুরের আক্রমণ হইতে শস্যক্ষেত্রের হেফাজত

সূরা ইবরাহীম আয়াত ১৩-১৭

وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا ۖ فَأَوْحَىٰ إِلَيْهِمْ رَبُّهُمْ لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ

উচ্চারণওয়া কা-লাল্লাযীনা কাফারূ লিরুছুলিহিম লানুখরিজান্নাকুম মিন আর দিনাআও লাতা‘ঊদুন্না ফী মিল্লাতিনা- ফাআওহাইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ্জা-লিমীন।

وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ۚ ذَٰلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ

উচ্চারণঃ ওয়া লানুছকিনান্নাকুমুল আরদা মিম বা‘দিহিম যা-লিকা লিমান খা-ফা মাকা-মী ওয়া খা-ফা ওয়া ‘ঈদ।

وَاسْتَفْتَحُوا وَخَابَ كُلُّ جَبَّارٍ عَنِيدٍ

উচ্চারণঃওয়াছতাফতাহূওয়াখা-বা কুল্লুজাব্বা-রিন ‘আনীদ।

مِنْ وَرَائِهِ جَهَنَّمُ وَيُسْقَىٰ مِنْ مَاءٍ صَدِيدٍ

উচ্চারণঃমিওঁ ওয়ারাইহী জাহান্নামুওয়া ইউছকা-মিম মাইন সাদীদ ।

 

 

পৃষ্ঠা-১০

يَتَجَرَّعُهُ وَلَا يَكَادُ يُسِيغُهُ وَيَأْتِيهِ الْمَوْتُ مِنْ كُلِّ مَكَانٍ وَمَا هُوَ بِمَيِّتٍ ۖ وَمِنْ وَرَائِهِ عَذَابٌ غَلِيظٌ

উচ্চারণঃইয়াতাজাররা‘উহূওয়ালা-ইয়া-কা-দূইউছীগুহূওয়া ইয়া’তীহিল মাওতুমিন কুল্লি মাকা-নিওঁ ওয়ামা-হুওয়া বিমাইয়িতিওঁ ওয়ামিওঁ ওয়ারাইহী ‘আযা-বুন গালীজ।

কাহারো শস্যক্ষেত্রে ইদুর, কীট-পতঙ্গ বা ফসল ধ্বংসকারী কোন পোকারআক্রমণ হইলে চারটি কাঠের খণ্ডে উপরোক্ত আয়াতগুলি বুধবার প্রভাতে সূর্যোদয়েরপূর্বে লিখিবে। অতঃপর ওই কাঠের খণ্ডগুলি শস্যক্ষেত্রের চার কোনায় মাটির নীচেপুতিয়া রাখিবে। আর মাটির নীচে পোতার সময় উক্ত আয়াতগুলি বার বার পাঠকরিতে থাকিবে। ইনশাআল্লাহ এই তদ্বিরের ফলে শস্যক্ষেত্র সব ধরনের অনিষ্টহইতে নিরাপদ থাকিবে এবং ইদুর ও ফসল বিধ্বংসী পোকা-মাকড় ধ্বংস হইয়া যাইবে।

 

১১. অসুস্থ ব্যক্তির সুনিদ্রা আসিবার আমল

সূরাতুল মুজাদিলাহ--২৮ পারা। কোন অসুস্থ ব্যক্তির যদি ঘুমের ব্যাঘাতঘটে, তবে তাহার নিকট বসিয়া উক্ত সূরা পাঠ করিলে অল্প সময়ের মধ্যে তাহারচোখে গভীর নিদ্ৰা নামিয়া আসিবে।

 

 

পৃষ্ঠা-১১

১২.উইপোকা দমন

সূরা তাতফীফ-পারা ৩০। স্তুপীকৃত কোন শস্যের মধ্যে পড়িয়া দম করিলেউহা উইপোকার আক্রমণ হইতে নিরাপদ থাকিবে।

 

১৩.শস্যের বরকত ও হেফাজত

সূরা ওয়াত্তীন—পারা ৩০।

কোন শস্যের স্তুপে এই সূরা পড়িয়া দম করিলে।উহাতে বরকত হইবে এবং সর্ববিধ অনিষ্টকর পোকার আক্রমণ হইতে উহানিরাপদ থাকিবে।

 

১৪.গো-দুধ ও কূপের পানি বৃদ্ধির আমল

—সূরা বাকারা : আয়াত-৭৪

যদি কোন গাভী বা ছাগলের দুধ কমিয়া যায়, তবে তামারপাত্রে উপরোক্তআয়াত লিখিয়া পানি দ্বারা ধৌত করিয়া ওই পানি গাভী বা ছাগলকে পানকরাইয়া দিলে আল্লাহর ইচ্ছায় উহাদের দুধ বৃদ্ধি পাইবে । কোন কূপ, পুকুর বাঅন্য কোন জলাশয়ের পানি কমিয়া গেলে একটি পাক চাড়ার মধ্যে উক্ত আয়াতলিখিয়া উহার মধ্যে ছাড়িয়া দিলে আল্লাহর রহমতে উহার পানি বৃদ্ধি পাইবে।

 

১৫.ফসল নষ্ট ও সভা ভঙ্গের তদ্বির

সম্পূর্ণ সূরা নহল-১৪ পারা। উক্ত সূরাটি লিখিয়া যদি কোন ক্ষেত খামারে রাখিয়া দেওয়া হয়,

 

 

পৃষ্ঠা-১২

তবে উহার সমস্ত ফল-মুল ধ্বংস হইয়া যাইবে ।অনুরূপভাবে যদি জনসমাবেশেরাখিয়া দেওয়া হয়, তবে উপস্থিতলোকদের মধ্যে মতবিরোধ ও ঝগড়া বিবাদ শুরু হইয়া অল্প সময়ের মধ্যে সভাভাঙ্গিয়া যাইবে।

 

১৬.ব্যবসায় উন্নতি

সূরা আত-তাওবাহ আয়াত ১১

فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ ۗ وَنُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

উচ্চারণঃফাইন তা-বূওয়া আকা-মুস সালা-তা ওয়া আ-তাউঝঝাকা-তা ফাইখওয়া-নুকুম ফিদদীনি ওয়ানুফাসসিলুল আ-য়া-তি লিকাওমিইঁ ইয়া‘লামূন।

উল্লেখিত আয়াতটি লিখিয়া ব্যবসার পন্যের মধ্যে রাখিয়া দিলে ব্যবসায় অসাধারণ উন্নতি হবে।

 

১৭.নেক সন্তান লাভের সহজ আমল

মধ্য রাতে সুরা ফাজর(৩০পারা)পড়িয়া সহবাস করিলে আল্লাহর ইচ্ছায় নেক সন্তান লাভ হইবে।

 

১৮.জেহেন ও মেধাশক্তি বৃদ্ধির আমল

 

নিম্নের আয়াতটি কেহ প্রত্যেক ফরজ নামাজের পর বিশ বার করিয়া পাঠকরিলে আল্লাহ পাক তাহার জেহেন ও মেধাশক্তি বাড়াইয়া দিবেন এবং সে প্রচুর।বিদ্যাবুদ্ধির অধিকারী হইবে আয়াতটি এই

 

 

পৃষ্ঠা-১৩

সূরা ত্বা হা আয়াত ২৫-২৮

قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي

উচ্চারণঃকা-লা রাব্বিশরাহলী সাদরী।

 

وَيَسِّرْ لِي أَمْرِي

ওয়া ইয়াছছিরলীআমরী।

وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي

ওয়াহলুল ‘উকদাতাম মিলিলছা-নী।

يَفْقَهُوا قَوْلِي

ইয়াফকাহূকাওলী।

 

১৯.দুর্ভাবনা-শঙ্কা দমন ও আশা পূরণের আমল

সূরা নূহ-২৯ পারা। সূরা নূহ নিয়মিত পাঠ করিলে আল্লাহর রহমতে সবধরনের দুঃশ্চিন্তা, দুর্ভাবনা ও শঙ্কা হইতে নিরাপদ থাকিবে এবং আল্লাহ পাক।তাহার সকল হাজত পূরণ করিয়া দিবেন।

 

২০.প্রাণনাশের আশঙ্কা হইলে.

হযরত ইবনে কালবী (রহ.) হইতে বর্ণিত, এক ব্যক্তিকে কেহ প্ৰাণনাশের একহুমকী দিলে সে চরম নিরাপত্তাহীনতার মধ্যে কালাতিপাত করিতেছিল । পরে সেজনৈক আলেমের নিকট গিয়া নিজের এই

 

 

পৃষ্ঠা-১৪

সমস্যার তিনি কথা জানাইলে লোকটিকে পরামর্শ দিয়া বলিলেন, তুমি সব সময় ঘর হইতে বাহির হওয়ার প্রাক্কালে সূরা ইয়াসীন পাঠ করিবে,এই আমল করিলে আল্লাহ পাক তেমাকে হেফাজত করিবেন।

 

২১.সব ধরনের কষ্ট হইতে নিরাপদ থাকার আমল

(আসসবূরু)যেই ব্যক্তি সূর্য অস্ত যাওয়ার পূর্বে এই পবিত্র নামটিএকশতবার পাঠ করিবে, আল্লাহ পাক তাহাকে সব ধরণের কষ্ট হইতে নিরাপদরাখিবেন।

 

২২.হয়রানী-পেরেশানী হইতে মুক্তির মহোপকারী আমল

(আলওয়ারিছু): নিয়মিত মাগরিব ও এশার মধ্যবর্তী সময়ে ইহাএক হাজার বার করিয়া পাঠ করিলে ইনশাআল্লাহ সব ধরনের হয়রানী ওপেরেশানী হইতে মুক্ত থাকিবে।

 

২৩.মনোবাসনা পূর্ণ হওয়া

(আলমো'তী) এই নামটি বেশী বেশী জিকির করা সব মনোবাসনাপূর্ণ হওয়ার জন্য খুবই কার্যকর বলিয়া প্রমাণিত।

 

 

পৃষ্ঠা-১৫

২৪.ভয় নিবারণ ও নিরাপত্তা লাভ

(আল হাফীজ) : যেই ব্যক্তি এই পবিত্র এসেমটি বেশী বেশী পাঠকরিবে অথবা লিখিয়া অঙ্গে ধারণ করিবে, সে সব ধরনের ভয় হইতে নিরাপদথাকিবেএমনকি সে যদি হিংস্র প্রাণীদের মাঝেও অবস্থানকরে তবুও উহারাতাহার কোন অনিষ্ট করিতে পারিবে না।

 

২৫.সম্পদ ও সন্তানাদির নিরাপত্তা

(আর রাক্বীবু): যেই ব্যক্তি ইহা বেশী বেশী জিকির করিবে, আল্লাহপাক তাহার ধনসম্পদ ও সন্তানাদি হেফাজত করিবেন।

 

২৬.হারানোপ্রাপ্তি ও গর্ভ রক্ষার আমল

(আর রাক্বীবু)কোন জিনিস হারাইয়াযাওয়ার পর যদি ইহা বেশী বেশী পাঠ করা হয়, তবে আল্লাহ পাক তাহারানো বস্তু ফিরিয়া পাওয়ার ব্যবস্থা করিয়া দিবেন। যদি কোন নারীর গর্ভ নষ্টহইয়া যাওয়ার আশংকা হয়, তবে এই পবিত্র নামটি সাতবার জিকির করিলে গর্ভ রক্ষা হইবে।

 

২৭.রাতের নিরাপত্তার মহোপকারী আমল

সুরা বাক্বারা

(আয়াতঃ২৫ও২৬)

 

 

পৃষ্ঠা-১৬

কোন ব্যক্তি যদি রাতে উপরোক্ত আয়াতগুলি পাঠ করিয়া শয্যা গ্রহণ করে,তবে আল্লাহ পাক তাহাকে চোর-ডাকাতের উপদ্রবসহ অন্য সব ধরনেরবিপদাপদ হইতে হেফাজত করিবেন।

 

২৮.শয়তানের অনিষ্ট, জাদুর প্রভাব,জালেম বিচারক এবং চোর,ডাকাত ও হিংস্র প্রানীর অনিষ্ট হইতে নিরাপত্তা

আবু জাফর নাহহাস এই হাদীস নকল করিয়াছেন যে, কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসী এবং নিম্নোক্ত আয়াতসমূহ সকালে পাঠ করে তবে সমস্ত দিন।এবং সন্ধ্যায় পাঠ করিলে সমস্ত রাত্রি শয়তান ও জাদুকরের অনিষ্টজালেমবিচারকের অত্যাচার এবং চোর-ডাকাতের অনিষ্ট ও হিংস্র প্রাণীর আক্রমণ হইতেনিরাপদ থাকিবে । আয়াতগুলি এই

সূরা আ'রাফ : আয়াত-৫৪-৫৬

সূরা সাফফাত ; আয়াত ১-৮

সূরা আররাহমান ; আয়াত ৩১-৩৫

 

২৯.জীবন ও সম্পদের হেফাজ

নিম্নের আয়াতটি রূপার নিকেল করা পাত্রে লিখিবে। অতঃপর বৃহস্পতিবাররাতে এই আয়াত চল্লিশবার

 

 

পৃষ্ঠা-১৭

পাঠ করিয়া উহাতে দম করার পর আংটির পাথরেরনীচে স্থাপন করতঃ উহা আঙুলে ধারণ করিবে। যেই ব্যক্তি যথানিয়মে এইতদ্ধির করিবে, আল্লাহ পাক তাহার জান-মালের হেফাজত করিবেন। আয়াতটি

 

সূরা আল-হিজর আয়াত ৯

إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ لَحَافِظُونَ

উচ্চারণঃইন্না-নাহনুনাঝঝালনাযযি করা ওয়া ইন্না-লাহূলাহা-ফিজূ ন।

 

৩০.সকল কাজে বরকত এবং বিপদাপদ হইতে হেফাজতের তদ্বির

সম্পূর্ণ সূরা মারিয়াম—১৬ পারা। কোন ব্যক্তি যদি এই সূরাটি লিখিয়াকাচের বোতলে ভরিয়া নিজের ঘরে রাখিয়া দেয়, তবে তাহার সকল কাজে-কর্মেআল্লাহ পাক খায়ের-বরকত দান করিবেন। এই তদ্বিরের বরকতে ঘুমের মধ্যেসে ভাল ভাল স্বপ্ন দেখিবে। এমনকি, তাহার নিকটে যে নিদ্রা গ্রহণ করিবে, সেওশুভ স্বপ্ন দেখিতে পাইবে । তাছাড়া এই সূরাটি লিখিয়া ঘরের দেয়ালে লটকাইয়ারাখিলে আল্লাহ সবপাক সেই ঘরকে সব ধরনের বালা-মুসীবত হইতে রক্ষাকরিবেন। কোন ভয় পাওয়া ব্যক্তি সূরাটি লিখিয়া পানি দ্বারা ধৌত করিয়াসেই পানি পান করিলে তাহার অন্তরের ভয় দরীভত হইয়া যাইবে।

 

 

পৃষ্ঠা-১৮

৩১.চোর, শক্র ও জ্বিনের আক্রমণ হইতে হেফাজ

নিম্নের আয়াত নিয়মিত পাঠ করিলে চোর-ডাকাত, শক্র ও জিনেরআক্রমণ হইতে নিরাপদ থাকা যাইবে । আয়াত এই

সূরা আল-মুমিনুন আয়াত ২৮,২৯

فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَنْ مَعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ

উচ্চারণঃফাইযাছ তাওয়াইতা আনতা ওয়া মাম মা‘আকা ‘আলাল ফুলকি ফাকুল্লি হামদুলিল্লা-হি ল্লাযী নাজ্জা-না-মিনাল কাওমিজ্জা-লিমীন।

وَقُلْ رَبِّ أَنْزِلْنِي مُنْزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنْزِلِينَ

ওয়া কুর রাব্বি আনঝিলনী মুনঝালাম মুবা-রাকাওঁ ওয়া আনতা খাইরুল মুনঝিলীন।

 

৩২.হারানো বস্তুর সন্ধান লাভ

কোন বস্তু হারাইয়া যাওয়ার পর যদি নিম্নের আয়াত পাঠ করিতে করিতেউহার সন্ধান করা হয়, তবে আল্লাহর ইচ্ছায় হয় উহার সন্ধান পাওয়া যাইবেঅথবা আল্লাহর পক্ষ হইতে উহা হইতেও উত্তম কোন বস্তু সে প্রাপ্ত হইবে ।আয়াতটি এই

 

সূরা আল-বাকারা আয়াত ১৫৬

 

পৃষ্ঠা-১৯

الَّذِينَ إِذَا أَصَابَتْهُمْ مُصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ

উচ্চারণঃআল্লাযীনা ইযাআসা-বাতহুম মুসীবাতুন কা-লূইন্না-লিল্লা-হি ওয়াইন্না-ইলাইহি রাজি‘ঊন।

 

৩৩.সুখ-শান্তিতে থাকার আমল

নিম্নের আমলটি যথাযথভাবে করিতে পারিলে আল্লাহ পাক তাহাকে সুখেরাখিবেন। আমলটি এইসূরা -ইন্নাআনঝালনা,সূরা -কাফিরুন,সূরা -এখলাস।এই তিনটি সূরা ১১ বার করিয়া পাঠ করিয়া পরিধেয় নূতন পোশাকে দমকরিলে যতদিন এই পোশাক ব্যবহার করিবে, ততদিন আল্লাহ পাক তাহাকেসুখ-শান্তিতে রাখিবেন।

 

৩৪.দোকানে অত্যাধিক বিক্রয় হওয়া

সূরা আল-ইমরান আয়াত ৭৩-৭৪

وَلَا تُؤْمِنُوا إِلَّا لِمَنْ تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ الْهُدَىٰ هُدَى اللَّهِ أَنْ يُؤْتَىٰ أَحَدٌ مِثْلَ مَا أُوتِيتُمْ أَوْ يُحَاجُّوكُمْ عِنْدَ رَبِّكُمْ ۗ قُلْ إِنَّ الْفَضْلَ بِيَدِ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ ۗ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

উচ্চারণঃওয়ালা-তু’মিনূ ইল্লা-লিমান তাবি‘আ দীনাকুম কুল ইন্নাল হুদা-হুদাল্লা-হি আইঁ ইউ’তাআহাদুম মিছলা মা ঊতীতুম আও ইউহাজ্জূকুম ইনদা রাব্বিকুম কুল ইন্নাল ফাদলা বিইয়াদিল্লা-হি ইউ’তীহি মাইঁ ইয়াশাউ ওয়াল্লা-হু ওয়া-ছি‘উন ‘আলীম।

 

 

পৃষ্ঠা-২০

يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ ۗ وَاللَّهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ

উচ্চারণঃইয়াখতাসসুবিরাহমাতিহী মাইঁ ইয়াশাউ ওয়াল্লা-হু যুলফাদলিল ‘আজীম।

বৃহস্পতিবার অজুর হালাতে কোন নেককার মানুষের জামার এক টুকরাকাপড়ে উপরোক্ত আয়াত লিখিয়া দোকান, গৃহ কিংবা ক্রয়বিক্রয়ের স্থানে।ঝুলাইয়া রাখিলে অভাবনীয়রূপে বিক্রয় হইবে।

 

৩৫.অকৰ্মণ্য ব্যক্তি কর্মতৎপর হওয়া ও বিবাহের প্রস্তাব মঞ্জুর হওয়ার তদ্বির

(কুল ইন্নাল ফাদলা)উপরে উল্লেখিত আয়াতটি লিখিয়া অকৰ্মণ্য ব্যক্তির হাতেবাধিয়া দিলে আল্লাহর রহমতে সে কর্মতৎপর হইয়া উঠিবে। কোথাও বিবাহেরপয়গাম পাঠাইলে বাহকের হাতে উহা বাধিয়া দিলে ইনশাআল্লাহ বিবাহেরপয়গাম মথুর হইবে।

 

৩৬.বাগান,গৃহ,দোকান ও ব্যবসায় উন্নতি

সুরা রা'দ:আয়াত১-৪

উপরোক্ত আয়াত সমূহ গৃহ,বাগান,দোকান ও ব্যবসা ক্ষেতের চার কোনায় পুতিয়া রাখিলে আল্লাহর ইচ্ছা এইসবে অনেক উন্নতি ও বরকত হবে।

 

 

পৃষ্ঠা-২১

৩৭.ইচ্ছামত কিছু ক্ৰয় করিতে সক্ষম হওয়া

কোন ব্যক্তি হয়ত কোন পশু, পোশাক, ফলফলাদি বা অন্য কোন বস্তু ক্রয় ।করিতে চাহিতেছে কিন্তু তাহার সঙ্গতিতে কুলাইতেছে না। এমত াবস্থায় সে যদিতাহার ওই পছন্দের বস্তুর দিকে তাকাইয়া নিম্নের আয়াত পড়িতে থাকে, তবেআল্লাহর ইচ্ছায় সে উহা ক্ৰয় করিতে সক্ষম হইবে। আয়াত এইসূরা আল-বাকারা আয়াত ৬৮-৭০

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ ۚ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌ بَيْنَ ذَٰلِكَ ۖ فَافْعَلُوا مَا تُؤْمَرُونَ

উচ্চারণঃকা-লুদ‘উলানা- রাব্বাকা ইউবাইয়িল্লানা- মা-হিয়া কা-লা ইন্নাহূ ইয়াকূলুইন্নাহাবাকারাতুল লা-ফা-রিদুওঁ ওয়ালা-বিকরুন ‘আওয়া-নুম বাইনা যা-লিকা ফাফ‘আলূ মা-তু’মারূন।

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا لَوْنُهَا ۚ قَالَ إِنَّهُ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَاءُ فَاقِعٌ لَوْنُهَا تَسُرُّ النَّاظِرِينَ

কালুদ‘উ লানা- রাব্বাকা ইউবাইয়িল্লানা-মা-লাওনুহা- কা-লা ইন্নাহূ ইয়াকূলুইন্নাহাবাকারাতুন সাফরাউ ফা-কি‘উল্লাওনুহা- তাছুররুন্না-জিরীন।

قَالُوا ادْعُ لَنَا رَبَّكَ يُبَيِّنْ لَنَا مَا هِيَ إِنَّ الْبَقَرَ تَشَابَهَ عَلَيْنَا وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَمُهْتَدُونَ

 

 

পৃষ্ঠা-২২

কা-লুদ‘উলানা-রাববকা ইউবাইয়িল্লানা- মা-হিয়া ইন্নাল বাকারা তাশা-বাহা ‘আলাইনা-ওয়া ইন্না ইনশাআল্লা-হু লামুহতাদূ ন।

 

৩৮.বোঝা হালকা ও কঠিন কাজ সহজ হওয়া

সূরা আল-আনফাল আয়াত ৬৬

الْآنَ خَفَّفَ اللَّهُ عَنْكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا ۚ فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ ۚ وَإِنْ يَكُنْ مِنْكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللَّهِ ۗ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ

উচ্চারণঃআলআ-না খাফফাফাল্লা-হু ‘আনকুম ওয়া ‘আলিমা আন্না ফীকুম দা‘ফান ফাইয়ঁইয়াকুম মিনকুম মিআতুন সা-বিরাতুইঁ ইয়াগলিবূমিআতাইনি ওয়াইঁ ইয়াকুম মিনকুম আলফুইঁ ইয়াগলিবূআলফাইনি বিইযনিল্লা-হি ওয়াল্লা-হু মা‘আসসা-বিরীন।

কোন শ্রমজীবি মানুষের পক্ষে যদি তাহার কাজ কঠিন মনে হয়, তবে উহা ।সহজ করার উদ্দেশ্যে উপরোক্ত আয়াতগুলি ক্রমাগত সাতদিন পর্যন্ত । পাঠকরিবে। এক জুয়আর দিনের আছর হইতে শুরু করিয়া পরবর্তী জুমুআর নামাজ।পর্যন্ত শেষ করিবে। আর সব সময় পাঁচ ওয়াক্ত নামাজের পরে এবং কাজ হইতে।অবসর হওয়ার পর উহা পাঠ করিবে। এই আমলের বরকতে ইনশাআল্লাহু ।

 

 

পৃষ্ঠা-২৩

তাহার কাজ যত কঠিনই হউকসহজ হইয়া যাইবে ।

 

৩৯.ভয়াবহ মুসীবত হইতে মুক্তির আমল

সূরা আল-আম্বিয়া আয়াত ৮৩

উচ্চারণঃওয়া আইঁয়ুবা ইযনা-দা-রাব্বাহূআন্নী মাছছানিয়াদদু ররু ওয়া আনতা আরহামুররা-হিমীন ।

মুসীবত যত কঠিনই হউক, উপরোক্ত আয়াত বেশী বেশী পাঠ করিতেথাকিলে আল্লাহ পাক তাহাকে ওই মুসীবত হইতে উদ্ধার করিবেন।

 

৪০.হাজত পূরণের কয়েকটি সংক্ষিপ্ত আমল

(আল হাক্কু) : একটি চতুষ্কোন কাগজের চার কোনায় এই পবিত্রনামটি লিখিবে। অতঃপর যে কোন দিন শেষ রাতে ওই কাগজটি হাতের তালুতেলইয়া দুই হাত আকাশের দিকে প্রসারিত করিয়া দোয়া করিবে। ইনশাআল্লাহএই আমলের ফলে মনের নেক বাসনা ও হাজত পূরণ হইবে।

(আল ওয়াকীলু) : এই পবিত্র নামটি বেশী বেশী পাঠ করিলে সবহাজত ও প্রয়োজন পূরণ হইবে।

 

৪১.জেহেন ও মেধাশক্তি বৃদ্ধির আমল

নিম্নের আয়াতটি কেহ প্রত্যেক ফরজ নামাজের পর বিশ বার করিয়া পাঠ

 

 

পৃষ্ঠা-২৪

করিলে আল্লাহ পাক তাহার জেহেন ও মেধাশক্তি বাড়াইয়া দিবেন এবং সে প্রচুরবিদ্যাবুদ্ধির অধিকারী হইবে। আয়াতটি এই—সূরা ত্বোয়াহা : আয়াত ২৫-২৮সূরা ত্বা হা আয়াত ২৫

قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي

উচ্চারণঃকা-লা রাব্বিশরাহলী সাদরী।

وَيَسِّرْ لِي أَمْرِي

ওয়া ইয়াছছিরলীআমরী।

وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي

ওয়াহলুল ‘উকদাতাম মিলিলছা-নী।

يَفْقَهُوا قَوْلِي

ইয়াফকাহূকাওলী।

 

৪২.ঋন পরিশোধ হওয়ার আমল

ঋন আদায়ের এই আমলটি অত্যন

Comments