রাসূলুল্লাহ সা: বলেন, তোমাদের মধ্যে সেসব ব্যক্তি আমার কাছে ঘৃণ্য ও কিয়ামতের দিন আমার কাছে থেকে দূরে অবস্থান করবে যারা বাচাল, নির্লজ্জ ও মুতাফাইহিকুন। ছাহাবীগণ বললেন, বাচাল ও নির্লজ্জ তো বুঝলাম। কিন্তু মুতাফাইহিকুন কারা, হে আল্লাহর রাসূল? তিনি বলেন, অহঙ্কারীরা (তিরমিজি হা/২০১৮, সনদ সহিহ)।
হজরত আবদুল্লাহ ইবনে উমর রা: বর্ণনা করেন- বজ্রপাত ও বিজলি চমকানোর সময় এর ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে রাসূলুল্লাহ সা: এই দোয়া পড়তেন, ‘হে আল্লাহ! গজব দিয়ে আমাদের নিঃশেষ করবেন না, আজাব দিয়ে আমাদের ধ্বংস করবেন না; এর আগেই আমাদের ক্ষমা করে দিন।’ (মিশকাত শরিফ-১৫২১, সুনানে তিরমিজি-৩৪৫০; নাসায়ি-৯২৭, মুসনাদে আহমাদ-৫৭৬৩, আদাবুল মুফরাদ, বুখারি-৭২১)