7 hrs - Translate

এস্তেমার ময়দানে সংঘর্ষের দায়ী কী সাদপন্থীরা??
বিশ্লেষণ (১)-যোবায়ের পন্থীরা জোড় করল ১-৪ ডিসেম্বর।উল্লেখ্য জোড় কী?? এস্তেমার সফলতার জন্য জোড় করতে হয়। তো স্বাভাবিক ভাবে সাদপন্থীরাও জোড় করবে ২০-২৪ ডিসেম্বার,তাদের এস্তেমার জন্য।ডেট দুটি উভয়পক্ষের ১-১.৫ মাস আগে থেকে দেয়া।যুবায়ের পন্থীরা সাদপন্থীদের জোড় করতে দিবে না, এস্তেমা করতে দিবে।এইজন্য ২ হাজার কমবেশী লোক মাঠে জমা করে রাখল যুবায়ের সাহেব। যুবায়েরপন্থীরা সংঘাত চায় না, তাহলে ভেতরে ২ হাজার লোক কেনো রাখল??তারা তাদের সাথীদের কেনো সরিয়ে নিলো না।এতে সংঘাত এরানো যেত।এর দায় যোবায়ের পন্থীদের অবশ্যই নিতে হবে।দুনিয়াতে ও আখিরাতে।
বিশ্লেষণ (২)-- সরকার ১৮ ই ডিসেম্বার ২ লাখ লোক ময়দান থেকে সরাইতে পারল, ১৭ তারিখ রাতে কেনো পারল না। ১৮ তারীখ আর্মি,পুলিশ,র্্যাব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করল, পুরা ময়দানে প্রশাসনিক বাহিনী রাখল।১৭ তারিখ কেনো রাখল না। হেফাজতের চাপ,নিজেদের দূর্বলতা,নাকি গুরুত্বহীনতা?? এরা দায় সরকারের বা নির্দিষ্ট বললে ধর্মমন্ত্রী ও স্বরাষ্ট্র উপদেষ্টার নিতে হবে। আর তারা নিজেদের দায় ঢাকার জন্য মুয়ায বিন নূর কে গ্রেফতার করল,যাতে সাধারন মানুষ এটা বুঝতে পারে যে দোষটা সাদপন্থীদের।