36 w - Translate

ছাত্র-জনতা

ছাত্র-জনতার কর্মসূচি,
শুভ হোক দিবা নিশি।
ধর্ম হোক অরাজনীতি
গড়বে দেশ সমনীতি।

ছাত্র-জনতার শহীদ যাঁরা,
বেঁচে থাকবেন চিরন্তন তারা।
ভালোবাসায় সিক্ত তারা,
রাজ পথে আছেন যারা।