"ইবনু আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
مَا مِنْ رَجُلٍ تُدْرِكُ لَهُ ابْنَتَانِ ، فَيُحْسِنُ إِلَيْهِمَا مَا صَحِبَتَاهُ ، أَوْ صَحِبَهُمَا ، إِلاَّ أَدْخَلَتَاهُ الْجَنَّةَ.
যে লোকের দু’টি মেয়ে থাকবে আর যত দিন তারা একত্রে বসবাস করবে ততদিন সে তাদের সাথে উত্তম ব্যবহার করবে, তারা তাকে জান্নাতে প্রবেশ করাবে।
সুনানে ইবনে মাজাহ ৩৬৭০"