হযরত জাবির ইবনু ‘আবদুল্লাহ (রা থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের কাছে কিছূ লোক (বৃষ্টি না হওয়ায়) ক্রন্দনরত অবস্থায় এলে তিনি দোয়া করলেন- হে আল্লাহ! আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করুন। বর্ণনাকারী বলেন, এরপর তাদের উপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)।(সুনানে আবু দাউদ- ১১৬৯)