3 w - Translate

কবিতার নাম :আবার এলো কোরবানী
কবি: মোহাম্মাদ মেজবাহ উদ্দিন
লেখা :১৬/০৬/২০২৪ইং
মিরপুর ঢাকা।
প্রতিবছর ফিরে আসে ধর্মীয় একটি ফরজ কুরবানী,
কোরবানির মাঝে পাঁচটি রোকনের একটি রোকন আমরা মানি।
যাদের কুরবানী করা ফরজ কুরবানী তারা করবেন,
বণ্টন নামায় গরিবদের ভাগ সুষম পরিবেশন করবেন,
সর্বপ্রথম ঠিক রাখিবো নিজের নিয়েত নামা,
আল্লাহর জন্য কুরবানী করিতেছেন যাহা থাকবে আমলনামায় জমা।
কুরবানী নয়তো লোক দেখানো উৎসব নাম ডাকের নয়তো গোস্ত খাওয়ার,
কুরবানী শুধু গরু কাটা নয় আপন নাফসকে কুরবানী দেওয়ার।
সকল পাপ কাজ থেকে বিরত থেকে সরল পথে চলা,
হালাল খাওয়া হারাম থেকে বিরত থাকা সৎ কাজ করা দান করা সত্য কথা বলা।
দুনিয়ার ধন দৌলত জমি নারী দালান বাড়ি সংসারের মায়া এটা জেন আমাদের রোগ,
চলে যাবো একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে সবাই
করবে শোক।
এসব কথা চিন্তা করে আল্লাহর জন্যই কুরবানী করিব ,
আগামীকাল ঈদের মাঠে ঈদের নামাজ পরিব,
নামাজ শেষে বাড়িতে গিয়ে যার যার মনোনীত জীব পশু কোরবানি করিব।
সমাপ্ত।