46 w - übersetzen

ইসলাম বিরোধী কিছু স্বভাবঃ

আমি খুব রাগী- ইসলাম বলে, রাগকে দমন করো। কেননা এটি জাহান্নামীদের স্বভাব। জান্নাতী লোক হবে আচরণে নরম ও কোমল।

আমার জীবন আমার ইচ্ছা- ইসলাম বলে, এই জীবন তোমার নয় বরং আল্লাহর দেওয়া। তোমাকে তো সাময়িক উপভোগের জন্য দেওয়া হয়েছে মাত্র।

আমি কাউকে ছাড় দেইনা- কুরআন বলে, যারা অন্যের দোষ-ত্রুটি মাফ করে দেয়, এ ধরনের সৎলোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন।

যে যেমন, তার সাথে আমি তেমন- ইসলাম বলে, কেউ তোমার সাথে খারাপ আচরণ করলে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো।