6 w

সমাজে একই সাথে যাদের বসবাস, চলাফেরা ও ওঠাবসা, সুখ-দুঃখ হাসিকান্নায় যারা পাশে থাকে একে অপরের তারাই হলো প্রতিবেশী। কুরআন ও হাদিসে প্রতিবেশীর সাথে সদাচরণ ও সৌজন্য রক্ষার ওপর জোর তাগিদ দেয়া হয়েছে। প্রতিবেশীর পরিচয় সম্পর্কে হজরত হাসান রহ:-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, নিজের ঘর থেকে সামনের ৪০ ঘর, পেছনের ৪০ ঘর, ডানের ৪০ ঘর এবং বামের ৪০ ঘর তোমাদের প্রতিবেশী। (আদাবুল মুফরাদ-১০৮)
১. প্রতিবেশীর গুরুত্ব : হজরত আয়েশা রা: থেকে বর্ণিত- নবী সা: বলেন, ‘জিবরাইল আ: আমাকে প্রতিবেশী সম্পর্কে এত অধিক নসিহত করতে থাকেন যে, আমি মনে মনে ভাবলাম, তিনি হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানাবেন।’ (আদাবুল মুফরাদ-১০০)