নিজেকে কখনো হীনমন্যতায় ভুগতে দিবেন না। তীব্র অভাবের সময় যখন মসুর ডাল দিয়ে ভাত খেতে হবে, তখন নিজেকে বুঝান- আজ রাতে Red Lentil দিয়ে ভাত খাবো। আপনার মা যদি ডাল দিয়ে মুরগির গিলা, কলিজা, পাখনা রান্না করে, তাহলে খেতে বসে এটার নাম দিবেন- "Chicken wings with potato and pulses"
মনে রাখবেন- অতি বড়লোকেরা শখ করে ভর্তা দিয়ে ভাত খায়। নিজের অভাবগ্রস্থ থাকার সময়টাকে শখ হিসেবে নিন। রিক্সায় যাওয়ার ভাড়া না থাকলে চিন্তা করেন আজ হেঁটে হেঁটে শহর দেখলে কেমন হয়। যেভাবে আছেন, যেখানে আছেন নিজেকে পটেনশিয়াল ভাবুন। জীবন তখনই সুন্দর হয়, যখন আমরা সবরকম পরিস্থিতিকে স্পেশাল ভাবি!
আত্মতৃপ্তিই সকল সুখের মূল। না পাওয়ার চেয়ে যা পেয়েছেন সেটাই তো বোনাস।।
swagatom sarkar
supprimer les commentaires
Etes-vous sûr que vous voulez supprimer ce commentaire ?