44 w - Translate

জীবনে সব থেকে কঠিন কাজ হচ্ছে- "মানুষকে চেনা"। তাই যখন কিছু বুঝতে পারবেন না, তখন শান্ত থেকে নিজেকে বুঝিয়ে নেওয়াই ভালো। যা আপনি পাচ্ছেন সেটাই আপনার জন্য ভালো। এটা হয়তো আপনি জানেন না। কিন্তু যিনি দিয়েছেন তিনি ঠিকই জানেন। তাই জীবনে যাই কিছু পেয়েছেন, তাই নিয়ে খুশিতে থাকুন। সব সমস্যায় নিজেকে শান্ত রাখা শিখুন, এতে আপনার অর্ধেক সমস্যা এমনিই ঠিক হয়ে যাবে। কারণ হাজারো সমস্যার মাঝে চলতে থাকার নামই হচ্ছে- "জীবন"।
সেখানে আপনার না থাকাই ভালো, যেখানে আপনার কোনো গুরুত্ব নেই। কারণ প্রয়োজনের থেকে বেশি ভালো হওয়া, আপনাকে প্রয়োজনের থেকে বেশি অপমানও করবে। আজ কালকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। যেদিকে লাভ দেখতে পায়, সেদিকেই ঘুরে যায়! সেই মানুষটিকে কখনোই মিথ্যা বলবেন না, যে আপনার মিথ্যা কথাকেও বিশ্বাস করে। ধোঁকাকে ভয় পাবেন না। কারণ ধোঁ/কা মানুষকে ভিতর থেকে মজবুত করে। ভালোবাসা ছোট বেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে সেটিকে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে চাইতে হয়। জীবনকে পরিবর্তন করার জন্য লড়াই করতে হয়। আর জীবনকে সহজ করার জন্য জীবনকে বুঝতে হয়। যখন লোক আপনার মোকাবিলা করতে পারবে না, তখন লোক আপনাকে ঘৃণা করবে। সম্মানও পাবেন, সম্পদও পাবেন, স্বর্গও পাবেন সেবা করুন বাবা-মাকে✔️