রাসূলুল্লাহ সা: বলেন, তোমাদের মধ্যে সেসব ব্যক্তি আমার কাছে ঘৃণ্য ও কিয়ামতের দিন আমার কাছে থেকে দূরে অবস্থান করবে যারা বাচাল, নির্লজ্জ ও মুতাফাইহিকুন। ছাহাবীগণ বললেন, বাচাল ও নির্লজ্জ তো বুঝলাম। কিন্তু মুতাফাইহিকুন কারা, হে আল্লাহর রাসূল? তিনি বলেন, অহঙ্কারীরা (তিরমিজি হা/২০১৮, সনদ সহিহ)।