15 w - Translate

সেলসম্যান বনাম নেটওয়ার্কার ঃ
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
একজন সেলসম্যান এবং একজন নেটওয়ার্কারের মাঝে কি পার্থক্য চলুন বন্ধুরা আমরা দেখি !

(১) একজন নেটওয়ার্কার বিশাল বিপণন নেটওয়ার্ক তৈরি করেন -
আর একজন সেলসম্যান,
নেটওয়ার্কে চাকরি খুঁজেন!

(২) একজন সেলসম্যান শুধুই সেলসম্যান -
একজন নেটওয়ার্কার, একজন উদ্যোক্তা!

(৩) একজন সেলসম্যানের কাজ পণ্য সেল করা, কিন্তু-
একজন নেটওয়ার্কারের কর্মসংস্থান তৈরি করা!

(৪) একজন সেলসম্যান বেতনভুক্ত কর্মচারী-
আর একজন নেটওয়ার্কার, একজন ইনকাম দাতা!

(৫) সেলসম্যান মালিকের অধীনস্থ-
নেটওয়ার্কার নিজেই নিজের ব্যবসার মালিক!

(৬) একজন সেলসম্যানের স্বপ্ন/ভবিষ্যৎ-
স'বিতার BOSS এর উপর নির্ভর করে,
আর নেটওয়ার্কার মানুষকে স্বপ্ন দেখতে শেখায়/জীবন গড়তে শিখায়!

(৭) একজন সেলসম্যান আর ইনকাম সীমাবদ্ধ-
কিন্তু একজন নেটওয়ার্কারের ইনকাম আনলিমিটেড, এবং তা প্রতিনিয়ত বাড়তে থাকে!

(৮) --
কিন্তু একজন নেটওয়ার্কার, খুব দ্রুত অবসর গ্রহণ করতে পারেন!

সুতরাং....
নিজেকে নেটওয়ার্কার হিসেব গড়ে তুলুন-
অপরকে সহযোগিতা করার জন্য সুযোগ তৈরি করেন, নিজের স্বপ্নকে বাস্তবায়িত করে তুলুন!