কেন এসেছিলে মনের আঙিনায়?? কেন মুগ্ধ করেছিলে কথার ছলনায় ?? কেনই বা ভালোবেসে ছিলে আমায় ?? আর আজ কেনই বা হারিয়ে গেলে ?? আমাকে ফেলে দূর অজানায় ?