এমন অনেক রাত রয়েছে যখন আমি সারারাত নির্ঘুম কাটিয়ে দিয়েছি মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে, তখন আমার একটুও ক্লান্তি আসেনি।

অথচ এমন একটি রাতও নেই যখন আমি আমার রবের ইবাদতে সারারাত নির্ঘুম কাটিয়েছি।

আহ, আফসোস! কতইনা অকৃতজ্ঞ বান্দা আমি।

— আবু খাদিজা