আমার বিড়ালগুলো যদি কথা বলতে পারতো তাহলে বলতো, "আম্মু কোলে নেও অনেক ঘুম পাইছে। তারপর কোলে উঠে বলতো, তুমি এতোক্ষণ কোথায় ছিলে আমরা তোমাকে কতো মিস করেছি। তুমি জানো না তোমার কোল ছাড়া আমরা শান্তিতে ঘুমাতে পারি না। তোমার কোলে অনেক শান্তি🥰। তারপর আমার গালে হাত দিয়ে বলতো, সবার এতো কথা শুনেও, আমারদের এতো কামড়, খামচি, আচড় খেয়েও আমাদের প্রতি ভালোবাসা না কমানোর জন্য ধন্যবাদ তোমাকে। অনেক ভালোবাসি তোমাকে আম্মু🥰"
আজকে খাবার খাওয়ার পর কুকু আমার কোলে উঠার জন্য ডাকছিলো। কোলে নেওয়ার পর দেখি তার চোখে পানি। বারবার কি হয়েছে জিজ্ঞেস করছিলাম সে আমার দিকে তাকিয়ে ছিলো। ও যদি আজকে কথা বলতে পারতো তাহলে হয়তো এই কথাগুলোই বলতো। আসলে বিড়াল কথা বলতে না পারলেও চোখ দিয়ে অনেক কিছু বুঝিয়ে দেয়। আর সেই ভাষা বোঝার জন্য তাদের মা/বাবা হয়ে উঠতে হয়🥰