18 w - Translate

মানুষ ঠিক কতটুকু ভালোবাসলে বা ডেডিকেটেড হলে সর্ম্পকের মিলন বা বিয়ে অবধি দেখা পায় সেটা আমার খুব একটা জানা নেই,কিন্তু আমি এমন অনেকেই দেখেছি ৮/৯ বছরের চেনা জানা এবং সম্পর্ক থাকার পরেও বিয়ে অবধি যেতে যেতে ব্রেকআপ হয়ে যায়, আবার দিনে ১৫ ঘন্টা পরিশ্রম করেও লাইফের তেমন কোনো পরিবর্তন করতে পারেনি। সেটা সর্ম্পক বা পড়াশোনা হোক কিংবা চাকরির ক্ষেত্রে হোক।
আবার এমন অনেকেই দেখেছি ৩ মাসের পরিচয় বিয়ে অবধি চলে যেতে, আবার কেউ কেউ সকাল ১০টায় ঘুম থেকে ওঠে চা'য়ের চুমুকে চুমুকে রেজাল্ট করছে ফাস্ট ক্লাস, কেউ আবার চাকরি কোনটা রেখে কোনটাই যাবে এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে।
এখানে প্রকৃতির ইশারা বড়ই রহস্যময়, ডেডিকেশন,ভালোবাসা, পরিশ্রম অনেক সময় সহায় হয় না।
ক্লাসের সবচেয়ে বেয়াদব ছেলেটাও দিব্যি সংসার করে যাচ্ছে, ক্লাসের সবচেয়ে ভদ্র মেয়েটা ইতিপর্বে দুইবার ডিভোর্স হয়ে গেল।
মানুষের প্রাপ্তির জায়গাটা সব সময় অপরিপূর্ণ থাকে।
সব সময়ই আপনি এফোর্টস দিলেই যে আউটপুট ভাল পাবেন তেমনটা নয়।
মানুষের কিছু সমীকরণ তকদিরে থাকে যা কেবল সৃষ্টিকর্তাই যোজন বিয়োজন সংযোজন ও অপসারণ করতে পারে।
সত্যি বলতে জীবনের মৌলিক ক্ষেত্রগুলোতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সেফ তাকদীর।।🧡