42 w - Translate

“Bijoy School” (একটি অনলাইন শিক্ষা প্রতিষ্ঠান) এর জন্য সারা দেশের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নামমাত্র খরচে, মান সম্মত পাঠদানের লক্ষ্যে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির সকল বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে।
 আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদানে সক্ষমতা থাকতে হবে।
 অনলাইনে (জুম/মিট) ক্লাস পরিচালনায় পারদর্শী হতে হবে।
 নিজস্ব ল্যাপটপ/ডেস্কটপ এবং উচ্চ গতির ইন্টারনেট সংযোগ থাকতে হবে।
 পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশানে দক্ষ হতে হবে।
বিস্তারিতঃ
01911569311 (WhatsApp)
“Bijoy School”
A sister concern of: Bijoy24 Ltd.