42 w - Translate

বন্ধু<
¤মো:রিপন আকন্দ¤

হুমায়ন,রীনা
স্বরন এবং বীণা
আমি সহ বন্ধু
ছিলাম পাঁচজনা।

পড়াশুনার ফাকে হতো
এলাহি কারখানা,
মাষ্টারতো পাইছিলাম
লাখে একজনা।

জীবনে এমন বন্ধু
পাওয়া বড়ই ভার,
মাষ্টারতো এমন
জোটেনা ভাই আর।

স্বরনীয় এই দিন
নাহি আর আসবে,
স্মৃতিমাখা সে সময়
সবাই কি মনে রাখবে?