°»আড্ডা«°
মো:রিপন আকন্দ
--------------
বুড়ি-গাছতলার আড্ডা
জমে বেশ ভালো,
রাব্বির সব কথা কেন
হয়ে যায় কালো?
*****
মিন্টুতো মাতবর কাউকে
সে মানেনা,
নিজেকেই প্রাধান্য দেয়
ধার কারো ধারেনা।
*****
সাগরের কথাগুলো
হয় শুধু ভুল,
জাকিরকে দাম কেউ
দেয়না এক চুল।
*****
শাকিল হলো ভদ্র ছেলে
মুখোশেতে ঢাকা,
জরিফুলের সব কথাতে
সবার মুখ হয় বাঁকা।
*****
বিপ্লব হলো সবচেয়ে
দুষ্ট-মিষ্টি ছেলে,
শাকিল বাবু তার সাথে
সঙ্গ দিয়ে চলে।
*****
সৌরভ হলো ফিটফাট
কথা বলে কম,
ছেলে-পেলে সবার চোখে
জিলপু হলো জম।
*****
একটা আছে কৃপণ ছেলে
মমিন তার নাম,
হালিম হলো হাবাগোবা
দেয়না কেউ দাম।
*****
রাসেল হলো চাকুরিজীবি,
যায়না তারে দেখা,
প্রেমে পড়ে এই ছেলেরাই
খাচ্ছে শুধু ছ্যাকা।
*****
ভুল হলে ক্ষমা করো
আমার এ ক্ষুদ্র লেখা,
বুড়ি গাছতলার আড্ডা
যাবে কি এভাবেই দেখা?