42 w - Translate

প্রেম-ভালোবাসা ও কামনা
মো.রিপন আকন্দ
_________

সাম্প্রতিক ভালোবাসায়
প্রেম থাকে কত খানি?
প্রেম মানে কি আমরা শুধু
কামনা'কেই জানি?
<<<>>>
ভালোবাসা মুখে প্রকাশে
যদি প্রেম হয়
তবে অল্পতেই কেন আজ
ব্রেকআপ হয়?
<<<>>>
হা: হা: হা: হাসি পায়
এই কি প্রেমের ঢং
একটু দন্দেই ভেঙ্গে যায়
পাল্টে যায় রং।
<<<>>>
প্রেমের মানে এই যদি হয়,
চলো আজ দেখা করি
তুমি আমি করবো মজা
বিয়েতো অনেক দেরি
<<<>>>
দুষ্ট মনের এই প্রেম আজ
ঘটছে শত শত
প্রেমের নামে এই অশ্লীলতা আর
দেখতে হবে কত?