1 y - Translate

কোন আয়নাতে দেখবো এ মুখ
শফিউল বারী রাসেল

এই আমিটা আমাকে শেষ কবে
স্বচ্ছ আয়নায় দেখেছি,
আমার মতো করে এই আমাকে
কবে ভালবেসেছি,
ঠিক মনে করতে পারছি না এখন
বেমালুম ভুলে গেছি,
আমার অস্তিত্ব এখন আর খুঁজে
পাইনা কোথাও আমি।

আহা! কী একটা সময় ছিলো
প্রেমেতে মজে থাকতাম,
কোন একজনের মায়ায় নিজেকে
খুব পরিপাটি রাখতাম।
নিজের মতো করে আমার চারপাশ
গোছাতাম সকাল সাঁঝে,
আর নিজেকে উপস্থাপন করতাম
প্রিয় মানুষটার কাছে।

অথচ সে চলে যাবার পর থেকে
মনটা হয়েছে খানখান,
জমেছে আমার এই  হৃদয় জুড়ে
আকাশ সম অভিমান।
যে অভিমান ভাঙাতে আসবে না
কখনো কেউ কোনদিন,
বিরহের বিষে নীল হতে হতে
হয়ে গেছি স্বপ্নহীন।

কোনো একদিন মৃত্যু কেড়ে নিবে
আমার আত্মার ভিতরের-
সকল দুঃখ-কষ্ট, বিদায় হবে-
মন ভাঙা এই মানুষের।
হয়ে যাবো অন্য এক জগতের
একাকিত্বের বাসিন্দা,
কোন আয়নাতে সেদিন দেখবো এ মুখ
কে আমায় করবে জিন্দা।

image