S M SHAFIUL BARI RASEL added new photos to My Poem
1 y - Translate

হেরে গেছি জীবন যুদ্ধে
শফিউল বারী রাসেল

শুকনো পাতার মতো মর্মর
হয়ে গেছে এই অন্তর,
হেরে গেছি জীবন যুদ্ধে
আছি নর্দমার ভিতর।

রাতের অন্ধকারের মতো
নিকষ কালো এই জীবন,
দুঃখরা তাই বসত করে
আমায় ঘিরে সারাক্ষণ।

কয়েদখানার মতো এখন
আমার ঘরটা মনে হয়,
বোঝা হয়ে গেছি যেনো
আহারে কী পরাজয়।

আপনজনের মতো করে
মন যারে চেয়েছিলো,
সেই আমাকে দুখ সাগরের
মাঝখানে ফেলে দিলো।

ফুলের মতো জীবন আমার
অনাদরে ভেসে রয়,
প্রতারণার উতাল স্রোতের 
করাল গ্রাসে হচ্ছি ক্ষয়।

স্বপ্নের মতো প্রেম যে আমার
অকালেই গেলো মরে,
বিষাদের সেই আজরাইলে
চাকু চালায় অন্তরে।

সত্যের মতো ভালবাসার
আলোক উজ্জ্বল এ হৃদয়,
অসত্যেরই প্রবল ঝাপটায়
পাল্টে দিলো পরিচয়।

পাথরেরই মতো যে আজ
হয়ে গেছে আমার মন,
তার বিরহের ভাড়ে অশ্রু
ঝড়ায় না আর দু'নয়ন।

উইপোকারই মতো করে
খাচ্ছে আমার এই মৃন্ময়,
কফিন বন্দি এই আমিটা
আজ থেকে আর কারো নয়।

image