আপন ঠিকানা
............... মোঃ আবুল হোসেন
শেষ বেলার উপহাস লাগে বড় মধুময়,
প্রশংসা পাইলে তাতো কোনো কাজের নয়!
শিয়রে দাঁড়িয়ে তুমি পড়ছো মন্ত্রবল,
তাতে কি হবে তোমার শ্রান্তি বিলাস বল!
কোরআন পড়, হাদীস পড়, কিংবা গীতা বাইবেল,
যতই অনুকম্পা চাও সবই যে গড়মিল!
কি পাবে ভেবে দেখো অসাড় এ জীবনে,
সময়ের একফোঁড় দাওনিতো ভুবনে!
এতটা পথ তুমি পেরিয়ে এখন
শেষ প্রান্তে বেলা এসেছে যখন!
অসহায়ের মতো দাড়িয়ে দিকভ্রান্ত পথিক,
শেষ সময়ের অপেক্ষায় খুঁজছো পথ সঠিক?
আঁধার গিলেছে তোমার সর্বদাপী বল,
কোথায় হারিয়েছে খুঁজো নিজ মন্ত্রবল!
জগৎ জননীর কোলে ঘুমিয়ে অনন্তকাল,
মহামায়ায় আঁকড়ে সবই শূন্য ফলাফল!
মুঠোভরা আগমনী পথিক ছিলে যেদিন,
আমার আমিত্বকে হারিয়ে দিনদিন!
পেরুতে কি পারবে আর কাটাতারের সীমানা!
য়েখানে রয়েছে তোমার আপন ঠিকানা!
উদ্বাস্তের ডায়রি