সোমেশ্বরীর বাঁকে
___________// সজীম শাইন,
অঝোর ধারার বৃষ্টি ছিল কাল
আমি ছিলাম ঘুমে,
দূর অজানায় চলে গেলেও মন
দিয়েছো অধর চুমে।
তুমি এসেছিলে বাসন্তী রং সাজে
বন-বনানী ঘুরে,
হঠাৎ আমার ঘুম ভেঙে যায়
বাঁকা বাঁশির সুরে।
চাঁদকে ছুঁতে মনটা আমার
ব্যাকুল হয়ে ওঠে,
জ্যোৎস্না বানে প্রেম ভেসে যায়
আলোর পরী ছোটে।
ভরদুপুরে দু'টি কোকিল
কুহু কুহু ডাকে,
তোমার আমার মিলন হলো
সোমেশ্বরীর বাঁকে।
______________________________
১৭/০২/২৪
দুর্গাপুর, নেত্রকোনা।