1 y - Translate

এক লেখকের পাঁচ হাজার টাকা মূল্যের বই বের হয়েছে। এতো দামী বই!?
সাংবাদিকরা লেখককে জিজ্ঞেস করল, "বইয়ের এত দাম কেন?"

"আমি সস্তা জিনিস লিখি না! আর জিনিস যেটা ভালো দাম তার একটু বেশিই হয়।"

এত দামি হওয়ার পরও বইয়ের কাটতি ভালো হচ্ছে!

সাংবাদিকদের আবার লেখকের কাছে আসতে হলো কারণ লেখক যে বই বিক্রি করছেন তাতে কোনো লেখা নাই। সম্পূর্ণ বই ফাঁকা!

লেখক জানালেন, এটা বিশেষ এক ধরনের কালি দিয়ে লেখা। এটা কী করে পড়তে হবে সেটা আমি পরে ফেসবুকে স্টাটাস দিয়ে জানিয়ে দিব। একটা বই শুধুমাত্র একজনই পড়তে পারবেন।

এ খবর ছড়িয়ে পড়ল। ধুমসে মানুষ বই কিনছে! পনেরোদিন পরে লেখক জানাবেন এই বই কী করে পড়তে হবে। এরমধ্যেই বই কিনে ফেলতে হবে।

দেখা গেল পনেরোদিনে একলাখের বেশি বই বিক্রি হয়ে গেছে! এমন রেকর্ড পরিমান বই বিক্রি, আগে কখনো হয়নি!

আজ রাত বারোটায় লেখক বই পড়ার পদ্ধতি স্টাটাস দিবেন। রাত বারোটায় ওনার টাইম লাইনে একটা স্টাটাস দেখা গেল।

আ'হা'ম্ম'কের দল!

বই কিনতে হয় লেখকের লেখা পড়ে ভালো লাগার পর। কিছুই না জেনে সবাই কিনছে বলে বানরের মতো বই কেনা পাঠকদের জন্য আমি কী লিখব?

আপনাদের যে শিক্ষাটা দিলাম এটার মূল্যই পাঁচ হাজার টাকার বেশি।

কোন একটা নির্দিষ্ট বই সবাই কিনছে বলেই যে আপনারও কিনতে হবে এমন ভাবনা থেকে বের হয়ে আসুন।

ধন্যবাদ।

(সংগৃহীত)