শিক্ষাগত যোগ্যতাই যদি রিজিক লাভের মাপকাঠি হত তাহলে সব পিএইচডি ডিগ্রিধারীরা কোটিপতি হতেন।
কঠোর পরিশ্রমই যদি রিজিক লাভের যোগ্যতা হত তাহলে রিকশাচালকেরা সবচেয়ে ধনী হতেন।
কিন্তু মহান আল্লাহ কোরানের অনেক আয়াতে চিরন্তন ঘোষণা দিয়ে রেখেছেন।
"বস্তুত তোমার প্রতিপালক যার জন্য ইচ্ছা করেন জীবিকা প্রশস্ত করে দেন এবং (যার জন্য ইচ্ছা) সংকুচিত করে দেন।" [সূরা বনী ইসরাইল : ৩০]