আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।😭
আপনারা সবই জানেন এবং বুঝেন।😏
আমি আমার জীবন দিয়ে চেষ্টা করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমি এখনো বিয়ে করতে পারিনি।😜
আজ বাংলার মানুষ বউ চায়, বাংলার মানুষ বিয়ে চায়, বাংলার মানুষ শশুড়বাড়ী চায়।🙈 কী অন্যায় করেছিলাম, কেন আমাকে বউ এনে দেওয়া হচ্ছে না?🙄
আমরা আবিয়াত্তারা এই দেশকে বউ নিয়ে ভরে তুলব, এ দেশের আবিয়াত্তাগো বউ দিবো 💃।
কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়,😭 দীর্ঘ ২৩ বৎসরের করুণ ইতিহাস, শশুড়বাড়ী না যাওয়ার ইতিহাস। ২২ বৎসরের ইতিহাস আবিয়াত্তা নর_নারীর আর্তনাদের ইতিহাস।😃
আমি বড় ভাবিকে বলেছিলাম,
শুধু মাত্র একটা বউ দিন।🙏
তিনি আমার কথা রাখলেন না,🤨 তিনি রাখলেন বড় ভাইয়ের কথা।
ভাই বললেন, বিয়ে আরো ২ বছর পরে😑। আমি বললাম, ঠিক আছে,
তবে শুধু শশুড়বাড়িটা একটু দেখতে চাই🙏
দোষ দেওয়া হলো আমাকে,
আমি নাকি বউ পাগলা😀
আমি বললাম, বিয়ে না দেওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে আমি পোষ্ট দিয়েই যাবো।😝
মনে রাখবেন, পোষ্ট যখন দিয়েছি,পোষ্ট আরো দেব। এ দেশে বিয়ে করেই ছাড়ব ইনশাল্লাহ্।💌💌