আকাশের বুক চিরে ঊষার স্নিগ্ধ আলো,
কি নিবিড়ভাবে জড়িয়ে, রক্ত রাঙা
ঠোঁটে আলতো করে চুমু খায় উষ্ণ নিঃশ্বাসে।
ধীর পায়ে সারাদিনের বিচরন
শুভক্ষণে তনু মন আহ্লাদে বিগলিত স্নান।
বাতাসে শীতল অনুভূতি
মনের আঙিনা জুড়ে হারাই সূদূরে
এক চিলতে ঊষার আলো প্রানবন্ত করে প্রতিটিক্ষণ।
শুভসকাল 🌞🍃