Islamic Life Cover Image
Islamic Life Profile Picture
Islamic Life
@islamiclife
22 people like this
15 w - Translate

যারা সুদ খায়, হারাম জানার পরেও। বিচার দিবসে তারা পাগলের মতো আচরণ করবে, তাদের জন্য রয়েছে স্থায়ী জাহান্নাম।
(সূরা বাকারাহ'র ২৭৫)

#viral, #fg , #foryou , #highlight

17 w - Translate

(আল হাদীস)
যে ব্যক্তি রোজা রাখে কিন্তু মিথ্যা কথা ও খারপ কাজ পরিত্যাগ করতে পারে না আল্লাহ তার পানাহার গ্রহণ করেন না 🤲
বুখারি : ১৭৮২

#fg , #viral, #highlight , #islam

21 w - Translate

আমরা জানি একদিন আমরা মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে।যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না।

21 w - Translate

পবিত্র কোরআন থেকে ৪০টি উপদেশবাণী
---------------------------------------
১.কঠোর ভাষায় কথা বলনা (৩:১৫৯)
২.রাগ দমন কর (৩:১৩৪)
৩.অন্যের সাথে ভাল আচরণ কর (৪:৩৬)
৪.নিষ্ঠুর হইও না (৭:১৩)
৫.অন্যের ভুলকে ক্ষমা কর (৭:১৯৯)
৬.মানুষের সাথে নম্র ভাষায় কথা বল (২০:৪৪)
৭.আস্তে শব্দ কর (৩১:১৯)
৮.অন্যকে বিপদ গ্রস্ত করোনা (৪৯:১১)
৯.পিতা মাতার উপর দায়ীত্ববান হও (১৭:২৩)
১০.পিতা মাতার সাথে উফ শব্দটাও বলনা
(১৭:২৩)
১১.না বলে পিতা মাতার ঘরে প্রবেশ করনা
(২৪:৫৮)
১২.বকেয়া লিখে রাখ (২:২৮২)
১৩.কাউকে অন্ধভাবে অনুসরণ করনা (২:১৭০)
১৪.ঋন ফিরিয়ে দেওয়ার আরো সুযোগ দিতে
হবে
(২:২৮০)
১৫.সুদ নিও না (২:২৭৫)
১৬.ঘুষ খেয়ো না (২:১৮৮)
১৭.শর্ত ভাঙিয়ো না (২:১৭৭)
১৮.বিশ্বাস বজায় রাখো (২:২৮৩)
১৯.সত্যকে মিথ্যার সাথে মিলিয় না (২:৪২)
২০.মানুষের মাঝে সঠিক বিচার কর। (৪:৫৮)
২১.সুবিচারে কঠোর অবস্থান রাখো (৪:১৩৫)
২২.মৃত ব্যাক্তির সম্পদ তার পরিবারে সঠিক
ভাবে
ভাগ করে দেও (৪:৭)
২৩.নারীদেরও উত্তরোধিকার হওয়ার নিয়ম
আছে (৪:৭)
২৪.এতিমের সম্পত্তি গ্রাস করোনা (৪:১০)
২৫.এতিমকে রক্ষা করো (২:২২০)
২৬.অন্যের সম্পদ কৌশলে গ্রাস করোনা (৪:২৯)
২৭.মানুষের মধ্য বিবাদ মিমাংসা কর (৪৯:৯)
২৮.সন্দেহ এড়িয়ে চল (৪৯:১২)
২৯.পিছে কান পেত না (২:২৮৩)
৩০.সাহায্যার্থে সম্পদ ব্যয় কর (৫৭:৭)
৩১.গরীবকে খাওয়াতে উৎসাহ প্রদান কর (১০৭:৩)
৩২.প্রয়োজনে সাহায্য করো (২:২৭৩)
৩৩.অপচয় করোনা (১৭:২৯)
৩৪.অথিতি আপ্পায়ন কর। (৫১:২৬)
৩৫.নিজে যাচাই করে অন্যকে করতে বল (২:৪৪)
৩৬. পৃথিবীতে কোন কিছুর অপব্যবহার করনা
(২:৬০)
৩৭.যু*দ্ধের সময় পালায়ন কর না (৮:১৫)
৩৮.যে যু*দ্ধ করে শুধু তার সাথে যু*দ্ধ কর। (২:১৯০)
৩৯.যু*দ্ধে শিষ্টাচার বজায় রাখ। (২:১৯১)
৪০.ধর্মের ব্যাপারে জোর কর না (২:২৫৬)।
_আল্লাহ পাক আমাদেরকে কুরআনের আমল অনুযায়ী জীবন গড়ার তৌওফিক দিন।

আমিন।

About

ইসলামের সংক্ষিপ্ত বিবরণ:

ইসলাম একটি মনুষ্যের ধর্মীয় ও সামাজিক জীবনের প্রস্তুতি করে এবং পূর্ণাঙ্গ প্রতিষ্ঠা করে তার জীবনের প্রতিটি দিক। ইসলামের অনুসারে, আল্লাহ (মুসলিম বিশ্বাসীদের জন্য আল্লাহর নাম) এক একমাত্র প্রভু এবং মুসলিমদের শ্রদ্ধার্হ বস্তু। ইসলামের মূল প্রধান প্রতিষ্ঠা সুন্নাতে রাসূল (মুহাম্মদের অনুসরণ করে) এবং কুরআন শরীফের উপদেশ।

ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভ হল:
1. **ইমান (বিশ্বাস):** আল্লাহর মাত্রা, তার প্রেরিত প্রেমিক এবং প্রেরণাপ্রদ মুহাম্মদ রাসুলুল্লাহ, আল্লাহর পাঁচটি সিফাত (নির্দিষ্ট গুণাবলী), এবং আখেরাতের দিনের নিশ্চয়তা বিষয়ে বিশ্বাস করা।
2. **সালাত (নামাজ):** প্রতিদিন পাঁচ বার নামাজের পালন করা।
3. **সকাত (অল্প পরিমাণের ধার্মিক দান):** অর্থ অবশিষ্ট ব্যক্তিদের সমর্থন করার জন্য অর্থ বিতরণ।
4. **সৌম (রোজা):** মাসের নির্দিষ্ট দিনে রোজা রাখা, যেখানে মুসলিম প্রতিষ্ঠা করে আল্লাহর সন্তুষ্টির জন্য কোনও খাদ্য বা পানীয় নেয়।
5. **হজ্জ (পবিত্র যাত্রা):** মুসলিমদের যে ব্যক্তি আরাফাতে যায় এবং মহাজ্ঞানে সাবেকধর্মী নয়, তাদের জন্য হজ্জ আদা করা।