অবশ্য আমি ছাত্রলীগের বিপক্ষে নয় কখনো। তবে আমার মূল কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হলে কোটা আন্দোলনকারীদের উপর হামলা করার বা মারধর করার রাইট কে দিয়েছে! তারা অবশ্যই প্রশাসনের কোন কিছু না। তারা যেমন বাংলাদেশের সাধারণ নাগরিক। তেমনি আন্দোলনকারীর অসাধারণ নাগরিক। তাহলে একজন সাধারন নাগরিক হয়ে। আরেকজন সাধারণ নাগরিকের গায়ে হাত তোলা সাহস কে দিল 😒
ইসলাম বিরোধী কিছু স্বভাবঃ
আমি খুব রাগী- ইসলাম বলে, রাগকে দমন করো। কেননা এটি জাহান্নামীদের স্বভাব। জান্নাতী লোক হবে আচরণে নরম ও কোমল।
আমার জীবন আমার ইচ্ছা- ইসলাম বলে, এই জীবন তোমার নয় বরং আল্লাহর দেওয়া। তোমাকে তো সাময়িক উপভোগের জন্য দেওয়া হয়েছে মাত্র।
আমি কাউকে ছাড় দেইনা- কুরআন বলে, যারা অন্যের দোষ-ত্রুটি মাফ করে দেয়, এ ধরনের সৎলোকদের আল্লাহ অত্যন্ত ভালোবাসেন।
যে যেমন, তার সাথে আমি তেমন- ইসলাম বলে, কেউ তোমার সাথে খারাপ আচরণ করলে তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো।
Alhamdulillah for everything..