এই জগতে যে যত বেশি ঐশ্বর্য প্রাপ্ত হয়েছে তার বিপথে যাওয়ার সম্ভাবনা তত বেশি। সকাল-সন্ধ্যা কায়িক পরিশ্রমে ব্যস্ত মানুষ একজনকে মন-প্রাণ দিয়ে ভালবাসতে পারে, পেশাগত প্রেমিক/প্রেমিকা হওয়া তাদের পক্ষে সম্ভব নয়। একটা ভয়াবহ সত্য নিয়ম হলো ভাল মানুষগুলো অধিকাংশ ক্ষেত্রেই এক জোড়া খালি হাত-পা ওয়ালা মানুষ হয়। বেশির ভাগ ক্ষেত্রেই এদের স্বাস্থ্য চেহারায় জৌলুস থাকে না, পকেটে ভারী ওয়ালেট থাকে না, নিশ্চিত উর্বর ভবিষ্যৎ থাকে না, ভালো রেজাল্ট থাকে না, অনুন্নত গায়ের পোশাকগুলো বেশ ময়লাটে হয়।
কিন্তু এদের থাকে একটি সরল সুস্থির মন, যে মনে কাউকে ঠকানোর প্ল্যান বাস করে না, মিথ্যে প্রতিশ্রুতিগুলোকে যুক্তি দিয়ে আড়াল করার প্রয়াস থাকে না, থাকে না কারো দূর্বলতার সুযোগ নিয়ে পুকুর চুরি করার নোংরা ইচ্ছে। এক একটা কর্মব্যস্ত দিনের পর প্রকৃতি তাদের উপহার দেয় রাতভর প্রশান্তির ঘুম।