নেপথ্যের নায়ক
-----অধরা আলো
নারী তুমি নষ্টা, তুমি বেশ্যা, তুমি রাতের রানী
তুমি সমাজপতিদের চোখে নোংরা আর্বজনা,
তোমায় তৈরীতে নেপথ্যের নায়ক যারা,
তারাই সমাজ সেবক সমাজের উচ্চপদস্থ লোক
মুখোশ পরা ভয়ানক দানব রূপি অমানুষ।
যত লাঞ্চনা, যত বঞ্চনা তোমারই প্রাপ্য!
কারণ তুমি মা হয়ে পরম মমতায় তোমারই গর্ভে
ধারণ করেছো নষ্ট পাপিষ্ঠ ভ্রুন।
বোন হয়ে আগলে রেখেছো মায়া বেঁধেছ সারাক্ষণ।
প্রেয়সী হয়ে তৃষ্ণা জুড়িয়েছো প্রাণ ভালোবেসে।
দিনশেষে তুমিই অপরাধী পারোনি করতে মানুষ
জন্ম দিয়ে পৃথিবীর আলোতে দিয়েছো জীবন যাকে।
ভুলে যায় সমাজ ভুলে যায় জাতি,
সে জন্মের পিছনেও ছিলো কোন পুরুষ,
নেপথ্যেরও নায়ক সে অপরাধ তারও সম।
অথচ, অসাক্ষাতে রয়ে যায় তারা ক্ষমতার বলে
টাকার কাছে তুচ্ছতাচ্ছিল্য করে তোমার নারী সত্ত্বাকে।
তোমার লোভাতুর দৃষ্টি, বিলাসিতার মোহ তোমায় আবদ্ধ করে ফেলে সেই সব মানুষ রূপি দানবের গড়া জালে।।
অবশেষে তোমার হয় চরম পরিণতি, হয় বদ্ধ কারাগারে, না হয় আত্মহননে মাটির কবরে।।
Hafsa Akter
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Hs.Santo Shaikh
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Hafsa Akter
Delete Comment
Are you sure that you want to delete this comment ?