চামড়াতে ভাঁজ
-------------------
ভুলে অভিমান,হোক চলমান;প্রেমের স্রোতধারা!
বুঝতে বাকি,ক্ষণিক ডাকি; হয়ে পাগলপারা!
ছেঁড়া আঁচল,করলো বিফল; ব্যর্থ মনোরথ।
সুখ পিয়াসে,হৃদয় হাসে;কেঁদেছে অশথ!
জগৎ মাঝে,সকাল সাঁঝে; উপচিয়া মন।
রয় না ঘরে, হৃদয় হরে; কিসেরও কারণ!
বৃষ্টি ভেজায়,প্রেমে সাজায়;হৃদয়টা আকুল!
কিসের লাগি,সেজে যোগী; হয়েছি ব্যাকুল!
পেতে আসন,যোগ্য বেশন;পরিপাটি সাজ!
চেয়ে পিছে, দেখি মিছে; চামড়াতে ভাঁজ!
হাহুতাশে, ঘোর বাতাসে; ঘুরি এলোমেলো!
এলাম ভবে, যেতে হবে; সময় পাকালো!