৷৷৷ আল মাঊন৷৷৷৷
১
أَرَأَيتَ الَّذي يُكَذِّبُ بِالدّينِ
তুমি কি তাকে দেখেছ, যে হিসাব-প্রতিদানকে অস্বীকার করে?
২
فَذلِكَ الَّذي يَدُعُّ اليَتيمَ
সে-ই ইয়াতীমকে কঠোরভাবে তাড়িয়ে দেয়
৩
وَلا يَحُضُّ عَلى طَعامِ المِسكينِ
আর মিসকীনকে খাদ্যদানে উৎসাহ দেয় না।
৪
فَوَيلٌ لِلمُصَلّينَ
অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
৫
الَّذينَ هُم عَن صَلاتِهِم ساهونَ
যারা নিজদের সালাতে অমনোযোগী
৬
الَّذينَ هُم يُراءون
যারা লোক দেখানোর জন্য তা করে,
৭
وَيَمنَعونَ الماعونَ
এবং ছোট-খাট গৃহসামগ্রী* দানে নিষেধ করে।
*ماعون গৃহস্থালীর ছোট-খাট সামগ্রী। যেমন, পানি, লবণ, দিয়াশলাই, বালতি ইত্যাদি।