লাইলাতুল কদরের বিশেষ দোয়া
اَللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ (كَرِيْمٌ) تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
আল্লা-হুম্মা, ইন্নাকা ‘আফুওউন্ (কারীমুন) তু’হিব্বুল ‘আফ্ওয়া ফা'অ্ফু ‘আন্নী
হে আল্লাহ্, আপনি ক্ষমাশীল (উদার), আপনি ক্ষমা করতে ভালোবাসেন, আপনি আমাকে ক্ষমা করুন।
আয়েশা (রাঃ) বলেন, হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমি লাইলাতুল ক্বদরে কি দোয়া করব? তখন তিনি এ দোয়াটি শিখিয়ে দেন।
লাইলাতুল ক্বদরে সালাতের সিজদায়, সালামের আগে, সালামের পরে এবং অন্যান্য সকল দিনে ও রাতে সকল সালাতে ও সাধারণ সময়ে এ দোয়াটি পাঠ করা যায়।
রেফারেন্স: সহীহ। তিরমিযীঃ ৩৫১৩
Ariful Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Rohima Khatun
Delete Comment
Are you sure that you want to delete this comment ?