নিজেকে কখনো হীনমন্যতায় ভুগতে দিবেন না। তীব্র অভাবের সময় যখন মসুর ডাল দিয়ে ভাত খেতে হবে, তখন নিজেকে বুঝান- আজ রাতে Red Lentil দিয়ে ভাত খাবো। আপনার মা যদি ডাল দিয়ে মুরগির গিলা, কলিজা, পাখনা রান্না করে, তাহলে খেতে বসে এটার নাম দিবেন- "Chicken wings with potato and pulses"
মনে রাখবেন- অতি বড়লোকেরা শখ করে ভর্তা দিয়ে ভাত খায়। নিজের অভাবগ্রস্থ থাকার সময়টাকে শখ হিসেবে নিন। রিক্সায় যাওয়ার ভাড়া না থাকলে চিন্তা করেন আজ হেঁটে হেঁটে শহর দেখলে কেমন হয়। যেভাবে আছেন, যেখানে আছেন নিজেকে পটেনশিয়াল ভাবুন। জীবন তখনই সুন্দর হয়, যখন আমরা সবরকম পরিস্থিতিকে স্পেশাল ভাবি!
আত্মতৃপ্তিই সকল সুখের মূল। না পাওয়ার চেয়ে যা পেয়েছেন সেটাই তো বোনাস।।
জীবনে সব থেকে কঠিন কাজ হচ্ছে- "মানুষকে চেনা"। তাই যখন কিছু বুঝতে পারবেন না, তখন শান্ত থেকে নিজেকে বুঝিয়ে নেওয়াই ভালো। যা আপনি পাচ্ছেন সেটাই আপনার জন্য ভালো। এটা হয়তো আপনি জানেন না। কিন্তু যিনি দিয়েছেন তিনি ঠিকই জানেন। তাই জীবনে যাই কিছু পেয়েছেন, তাই নিয়ে খুশিতে থাকুন। সব সমস্যায় নিজেকে শান্ত রাখা শিখুন, এতে আপনার অর্ধেক সমস্যা এমনিই ঠিক হয়ে যাবে। কারণ হাজারো সমস্যার মাঝে চলতে থাকার নামই হচ্ছে- "জীবন"।
সেখানে আপনার না থাকাই ভালো, যেখানে আপনার কোনো গুরুত্ব নেই। কারণ প্রয়োজনের থেকে বেশি ভালো হওয়া, আপনাকে প্রয়োজনের থেকে বেশি অপমানও করবে। আজ কালকার সম্পর্কগুলো সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। যেদিকে লাভ দেখতে পায়, সেদিকেই ঘুরে যায়! সেই মানুষটিকে কখনোই মিথ্যা বলবেন না, যে আপনার মিথ্যা কথাকেও বিশ্বাস করে। ধোঁকাকে ভয় পাবেন না। কারণ ধোঁ/কা মানুষকে ভিতর থেকে মজবুত করে। ভালোবাসা ছোট বেলায় ফ্রিতে পাওয়া যায়, যৌবনে সেটিকে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে চাইতে হয়। জীবনকে পরিবর্তন করার জন্য লড়াই করতে হয়। আর জীবনকে সহজ করার জন্য জীবনকে বুঝতে হয়। যখন লোক আপনার মোকাবিলা করতে পারবে না, তখন লোক আপনাকে ঘৃণা করবে। সম্মানও পাবেন, সম্পদও পাবেন, স্বর্গও পাবেন সেবা করুন বাবা-মাকে✔️
"When you will good for others, good thing come back to you"