কালো,ফর্সা,খাটো,লম্বা,চিকন মোটা হওয়ার পিছনে কারো হাত নাই।আল্লাহ যাকে যেমন তৈরী করে দুনিয়াতে পাঠাইছে।খুব সহজে মানুষকে বলে ফেলি তুমি খাটো,দেখতে সুন্দর না।বিশ্বাস করেন এই দুনিয়াতে কেউ ইচ্ছা করে অসুন্দর হয়না।আর অসুন্দর বলতে কিছু নাই আপনি যাকে যেমন চোখে দেখবেন তাকে তেমনই মনে হবে।