আসসালামু আলাইকুম।
কোরিয়ান লটারি:
কোরিয়ান লটারি অনুষ্ঠিত হতে যাচ্ছে 4 মার্চ সকাল 10 টা থেকে আগামী 5 মার্চ 2024 বিকাল পাঁচটা পর্যন্ত। যারা কোরিয়ান লটারিতে আবেদন করতে ইচ্ছুক তারা এই সময়ের মধ্যে আবেদন করতে করতে পারবেন।
কোরিয়ান লটারিতে আবেদনের যোগ্যতা :
১. কোরিয়ান ভাষা অবশ্যই জানতে হবে। তবে লটারিতে আবেদনের জন্য ভাষা জানা না থাকলেও চলবে। লটারিতে নাম আসলে অবশ্যই ভাষা শিখে পরীক্ষা দিতে হবে।
২. SSC / সমমান পাস হতে হবে।
৩. বয়স সীমা 18 থেকে 39 এর মধ্যে থাকতে হবে। জন্ম তারিখ হতে হবে 4 মার্চ 1985 সালের পরে এবং 3 মার্চ 2006 সালের আগে।
৪. একটি পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ থাকতে হবে 4 মার্চ 2024 পর্যন্ত।
সুবর্ণা