মোটেই না! কোন নারীকে স্রেফ বাহ্যিক চোখে দেখেই মানসিক শান্তি পাওয়াটা মোটেই সবকিছু নয়। কারণ তার এই রুপ অস্থায়ী, অলীক, অর্থবিত্ত, স্ট্যাটাস, বাবার টাকা এগুলো দুনিয়ার মতই মৃত ছাগল! কোন কোন ক্ষেত্রে প্রচন্ড দুর্গন্ধযুক্ত! বুঝতে সময় লাগবেনা কারণ আয়না খুব দ্রুতই তার প্রতিবিম্ব দেখিয়ে দিবে!
শেকড়ের গল্পটা হল সাকিনাহ, প্রশান্তি, শান্ত স্বভাব বিনয়, সবর, আনুগত্য, স্বামীর ঘাম মুছে ফেলা, একসাথে খেতে বসা, হাসিমুখ, কোমল বাক্য, বুকের সব কষ্ট মুছে দেয়ার ক্ষমতা! স্বামীকে এহসাস দেয়া যে কি হয়েছে? সারা দুনিয়া আপনার বিরুদ্ধে গেলেও আমি তো আছি! এই তো আমি আছি! আমি আছি না!
মায়ের মমতা দেয়া, প্রেমিকার প্রেম! প্রচন্ড মানসিক চাপে কলিজায় শীতলতার স্পর্শ! তার চেয়েও বড় বিষয় কি জানেন? কলিজা থেকে তার স্বামীর প্রতি অগাধ বিশ্বাস! আস্থা! স্বামীর সুখে সুখি হওয়া কষ্ট ভাগাভাগি করতে পারা। তাকে ভেতর থেকে বুঝতে শেখা! সে তো বেশি কিছুই চায়নি আপনার কাছে!
নিজের রক্ত ঘাম শ্রম জীবন মুহাব্বাত দ্বায়িত্ব কি-ই বা বাকি রেখেছে আপনার জন্য উজাড় করতে? বিনিময়ে সামান্য প্রশান্তিটুকুও দিতে পারলেন না! তবে কোন মুখে অস্থায়ী আবেগের নামে ভালবাসার দাবী? কে-ই বা শেখালো এমন প্রতারণার সংগা?
মুহাব্বাত তো স্বামীর জীবনের নেক মিশান ও ভিশানে ছায়ার মত পাশে থাকা! সেই ছোট্টবেলায় শিখেছিলাম "স্বপ্ন মানে পাশে থাকা"। সে তো প্রতিদ্বন্দ্বী নয় যে প্রতিটি কথায় তাকে মানসিক আঘাত করে নিজেকে জিততেই হবে! কথায় কথায় খোঁচা দিতে হবে। অজস্র লড়াই করে ঘরে ফেরার পর এক আকাশ প্রশান্তির ঘুমের জায়গায় এক মহাকাশ যুদ্ধে জড়াতে হবে! আসলে প্রকৃত খাদিজা সেই যাকে না দেখেও ক্বলবে সাকিনাহ অনুভব করা যায়! আদৌ কি আছে এমন নারীরা আজকের এই বর্বর সমাজে?
আছে শুধুই ফ্যান্টাসি, যৌনতা আর দুনিয়ায় স্বার্থের উপরে স্বার্থ! আছে ঢং, নোংরা তারবিয়াত আর অবিশ্বাস! আছে বেহায়ামি, যৌনতা আর বেসবরি!
আছে শত বিচ্ছেদ আর জুলুমের মহাকাব্য! তবে কিভাবে সম্ভব এই সমাজে পবিত্র প্রেমের উপন্যাস?
কিভাবে সম্ভব ছন্দে গাঁথা ভালবাসার মহাকাব্য?
এই অলীক পৃথিবীর সবচেয়ে সহজ বাক্য কি জানেন?
ভালবাসি বলা! আর দুই জাহানের সবচেয়ে ভারী বাক্য কি জানেন? ভালবাসার আমানত বুঝিয়ে দেয়া!
চলনাম ফ্যান্টাসি আর নির্মম বাস্তবতার মাঝে রয়েছে এক অনতিক্রম্য ব্যবধান! তাই অবাস্তব আর অলীক ফ্যান্টাসি ছেড়ে বাস্তবতাকে চিনতে আর মানতে শিখুন।
এক আল্লাহর হয়ে যান! তিনিই আল ওয়াদুদ! একজন খাদিজার হাত এই দুনিয়ার সবচেয়ে বড় হাসানাহ। সব চাইতে বড় রিজিক! আর রিজিক আর রাজ্জাকের হাতে তাই হারাম চোখে চোখ রেখে বেহায়ার প্রেম নয়,
আল ওয়াদুদের সুজুদে খুজুন আপনার খাদিজাকে!
আল্লাহ প্রত্যেক সৎ ক্বলবের খাদিজার প্রশান্তি দান করুন। আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদ ওয়া সাল্লিম।
[আবু ত্বহা আদনান এর ওয়াল থেকে]
Tapash kumar Roy
Delete Comment
Are you sure that you want to delete this comment ?