পরিচিতিঃ
শাকিল আনোয়ার ১৯৯৫ সালে ৩১শে ডিসেম্বর নিজ পিতৃভূমি নরসিংদী জেলার মনোহরদী থানা বড়চাপা ইউনিয়নের চরকৃষ্ণপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই সাহিত্যজগতে পদচারণা। তাঁর প্রথম প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ -"কাব্য"। পরবর্তীতে তিনি "কবিতাঞ্জলি"ঝোঁক" আড়িয়াল খাঁ'র তীরে" কবিতার সরোবর" আমাদের একুশ আমাদের বর্ণমালা" শুধু তোমার জন্য" শীর্ষক বেশ কয়েকটি যৌথ কাব্য সম্পাদনা করেন। কবির প্রথম একক কাব্যগ্রন্থ হলো "জোকমি"।
কবি শাকিল আনোয়ার এর শিক্ষা জীবন শুরু হয় ব্র্যাক স্কুল থেকে, পঞ্চম শ্রেণী। জামালপুর আর্দশ হাই স্কুলে অষ্টম শ্রেণি শেষ করে, টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট থেকে উইভিং সাবজেক্ট নিয়ে এসএসসি পাস করেন। তারপর আতুশাল বিএম কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে এইচএসসি শেষ করেন.. পরবর্তীতে, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বি এস এস ও প্রাইম ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন।
Ahmed Mallik
Delete Comment
Are you sure that you want to delete this comment ?